TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

বার্সেলোনায় শীর্ষ জনপ্রিয় নাম ‘মোহাম্মদ’

ইউরোপের দেশ স্পেনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর বার্সেলোনায় ‘মোহাম্মদ’ নামটি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। সেখানকার ১৩ হাজার ৩২৬ জনের নাম মোহাম্মদ।

গত সপ্তাহের শুরুতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। আলজাজিরা আরো জানিয়েছে যে শুধু বার্সেলোনাতে নয়; বরং পুরো স্পেনজুড়েই মোহাম্মদ নামটি জনপ্রিয় হচ্ছে।

বর্তমানে দেশটিতে মোহাম্মাদ নামে অন্তত ৬৬ হাজার ৩৪০ জন লোক রয়েছেন। পুরুষদের জনপ্রিয় নামের তালিকায় মোহাম্মদ নামটি ৬৫তম অবস্থানে রয়েছে।

স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, স্পেনে অন্য জনগোষ্ঠীর তুলনায় মুসলিমদের জন্মহার অনেক বেশি, বিশেষত আলমেরিয়া প্রদেশে আদিবাসীর তুলনায় বিদেশীদের সংখ্যা বাড়ছে। সেখানে স্থানীয়দের জন্মহার ৩.৩ শতাংশের বিপরীতে বিদেশীদের জন্মহার ১৯.৩ শতাংশ।

চলতি বছরের প্রথম তিন মাসে এখানে দুই হাজার ৪০টি শিশু জন্মগ্রহণ করে, যার মধ্যে স্থানীয় রয়েছে মাত্র ২৯৮টি এবং বিদেশী এক হাজার ৭৪২টি।

স্প্যানিশ সংবাদপত্র দি অবজেক্টিভ জানিয়েছে, স্পেনে মোহাম্মদ নামটি একমাত্র বিদেশী শব্দ, যা বিভিন্ন শহরে প্রসিদ্ধ নামের তালিকায় স্থান করে নিয়েছে এবং বার্সেলোনায় শীর্ষস্থান লাভ করেছে। এর আগে এখানে জনপ্রিয় নাম ছিল আরনাউ, যা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে।

এরপর রয়েছে জেরার্ড ও সেরগি, যা যথাক্রমে ১৩ হাজার ১৮৪ ও ১৩ হাজার ১৪৬ জন রেখেছে। আর স্পেনের অন্য শহরগুলোর মধ্যে মাদ্রিদে সাত হাজার জন, মুরসিয়াতে তিন হাজার ৪৪৭ জন, গিরোনায় তিন হাজার ৬৮৮ জন এবং আলমেরিয়াতে তিন হাজার ৬০০ জন মোহাম্মদ নাম রেখেছে।

মোহাম্মদ নামটি এশিয়া অঞ্চলে খুবই পরিচিত নাম। গত এক দশক ধরে নামটি যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় নামের শীর্ষে রয়েছে। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) তথ্য মতে, গত এক দশকের বেশি সময় ধরে মোহাম্মদ নামটি যুক্তরাজ্যে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে।

সূত্রঃআলজাজিরা

এম.কে
১২ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

পর্তুগালে অভিবাসীদের প্রতি সহমর্মিতায় পর্তুগিজ নাগরিকরা

Further Grants for businesses

অনলাইন ডেস্ক

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করল দুবাই