12 C
London
September 22, 2023
TV3 BANGLA
Uncategorized

বৈরুতে বিস্ফোরণ: নিহত বাংলাদেশি ৪, পরিচয় জানাল দূতাবাস

লেবাননের রাজধানী বৈরুতের বোমা বিস্ফোরণে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত অন্তত চারজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই হামলায় ৯৯ জন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রবাসী কর্মী ৭৮ জন এবং অন্য ২১ জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য পাওয়া গেছে। লেবাননে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান আবদুল্লাহ আল মামুনের বরাত দিয়ে দেশীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এখন পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর বিষয়ে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত হতে পেরেছে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান, রাসেল মিয়া, কুমিল্লার রেজাউল ও মাদারীপুরের মিজান। নিহতরা দেশটিতে বৈধ কর্মী হিসেবে কাজ করতেন।

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতালে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে দূতাবাস। আহতদের আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

বৈরুত বিস্ফোরণ: ৩ বাংলাদেশি নিহত, আহত ৬০

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭৮, আহত ৪০০০

৫ আগস্ট ২০২০

আরো পড়ুন

China Express – Episode 2 ll Guest: Yu Guang Yue Anandi

করোনায় মৃত্যু ২০ লাখে পৌঁছানোর সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

অনলাইন ডেস্ক

চীনের সবচেয়ে পুরনো মসজিদের কথা, উরুমছির অভিজ্ঞতা

অনলাইন ডেস্ক