8.1 C
London
April 23, 2024
TV3 BANGLA
Uncategorized

বৈরুত বিস্ফোরণ: ৩ বাংলাদেশি নিহত, আহত ৬০

বৈরুতের বিস্ফোরণে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি গাড়ি। ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশের অন্তত তিনজন নাগরিক নিহত এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন। তাছাড়া, এ ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) লেবাননের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের ভয়াবহ বিস্ফোরণে এপর্যন্ত তিনজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একজনের নাম মেহেদী হাসান, অপরজন মিজানুর রহমান। তবে আর একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাছাড়া, বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের ২১ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, বিস্ফোরণে প্রায় ৬০ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে বাংলাদেশ দূতাবাস।

মারাত্মক এ বিস্ফোরণের ঘটনায় হেল্পলাইন চালু করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের হতাহতের খবর জানাতে হেল্পলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় প্রায় শতাধিক নিহত এবং ৪ হাজার জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

৫ আগস্ট ২০২০

আরো পড়ুন

‘ইসরায়েল লবিটা’ খুশি রাখতে চান মার্কিন নেতারা!

Expert Explains How To Properly Wear A Face Mask

‘The Coronavirus Job Retention Scheme’ করোনাভাইরাস চাকরি রক্ষা প্রকল্প।