দু’জন মেট পুলিশ অফিসারকে “বৈষম্যমূলক এবং আক্রমণাত্মক” হোয়াটসঅ্যাপ বার্তা প্রেরণের জন্য বরখাস্ত করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। সংবাদমাধ্যম নিশ্চিত করে তাদের অশ্লীল বাক্যবাণ ছিল একজন ডিসেবল অটিস্টিক লোকের উদ্দেশ্যে।
টিভি ব্যক্তিত্ব মিসেস প্রাইসের ২০ বছর বয়সী অটিস্টিক ছেলেকে নিয়ে শাস্তিপ্রাপ্ত এই মেট পুলিশ অফিসারেরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিরুপ মন্তব্য করেন বলে খবরে প্রকাশ পায়। তাদের মন্তব্য তাকে হতবাক ও বিরক্ত করেছে বলে জানান মিসেস প্রাইস।
মিসেস প্রাইস বলেন, ” আমরা আমাদের সুরক্ষার জন্য পুলিশ অফিসারদের দিকে তাকিয়ে থাকি এবং আমরা আমাদের বাচ্চাদের শেখাই পুলিশ আমাদের রক্ষা করবে। কিন্তু কিছু পুলিশের এই রকম অদ্ভুত আচরণ আমাদের লোকেদের হতাশ করেছে।”
দোষী সাব্যস্ত অফিসারদের মধ্যে দুইজন বর্তমানে কর্মরত এবং ছয়জন প্রাক্তন পুলিশ অফিসার ছিলেন। যাদের নামে বর্ণবাদী, যৌনতাবাদী, সমকামী ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ পাওয়া যায় বলে খবরে জানা যায়। তাদের আচরণ ছিল পেশাদারিত্বের বাইরে যার জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয় বলে মেট পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেন।
অভিযুক্ত ও দোষী সাব্যস্ত অফিসারদের “সিক্রেট স্কুইরেল এস ** টি” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল যেখানে এইধরনের অশ্লীল কথা খুঁজে পাওয়া গিয়েছে বলে একজন প্রশাসনিক কর্মকর্তা নিশ্চিত করেন। ২০১৬ সালের মে মাস এবং ২০১৮ সালের জুন মাসের ভিতরে তাদের অশ্লীল কথোপকথনের অংশ খুঁজে পাওয়া যায় বলে জানা যায়।
সাউথওয়ার্কের ফিলিস্ত্রা হাউসে ছয়দিন ব্যাপী শুনানি হওয়ার পর যথাযথ প্রমাণের ভিত্তিতে এই শাস্তি প্রদান করা হয় বলে খবরে প্রকাশ পায়। শুক্রবার মেট পুলিশের পিসি গ্লিন রিস এবং আরেক কর্মকর্তার উপর শাস্তির খড়গ নেমে আসে। আরো যে প্রাক্তন পুলিশ অফিসারের নাম অভিযোগের সাথে যুক্ত হয় তারা হলেন যথাক্রমে প্রাক্তন সার্জেন্ট লুক থমাস, প্রাক্তন ভারপ্রাপ্ত সার্জেন্ট লুক অ্যালেন এবং প্রাক্তন কনস্টেবল কেলসি বুচান, লি সাউথ, ড্যারেন জেনার এবং কার্লো ফ্রান্সিসকো।
পুলিশ সার্ভিস হতে এই আটজন অফিসারকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে মেট পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেন।
মেট পুলিশ কমান্ডার জোন সাভেল জানান,
” আপত্তিকর বার্তাগুলি” পড়তে তিনি “লজ্জাবোধ” করেছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, “আমি তাদের আচরণের জন্য নিন্দা জানাই। যারা এইরকম ভয়াবহ জঘন্য বার্তাগুলির বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আমি গভীরভাবে দুঃখিত।”
লিগ্যাল চেয়ারম্যান ক্রিস্টোফার ম্যাককে এই অসদাচরণকে পেশাদার আচরণের মানদণ্ডের লঙ্ঘন হিসাবে বর্ণনা করেছেন।
মেট পুলিশ নিয়ে কাজ করে এমন একটি দাতব্য প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেছেন, ” যাদের নিরাপত্তা দেওয়া নিয়ে পুলিশ সদস্যরা কাজ করে তাদের নিয়ে এমন অযাচিত মন্তব্য করা খুবই বিস্ময়কর। এটা সত্যি দুঃখজনক যেসব দূর্বল লোকেদের নিরাপত্তা দেওয়া ছিল তাদের দায়িত্ব তাদের নিয়েই খারাপ মন্তব্য করেছে ওরা।”
দাতব্য সংস্থাটি যোগ করেছে যে তারা মনে করে এই শাস্তি এই বিভাগের আরো অন্য সদস্যদের চোখ খুলে যেতে সাহায্য করবে। এটি অবশ্যই শৃঙ্খলাবদ্ধ একটি বাহিনীর সদস্যদের জন্য একটি সতর্কতা হিসাবে কাজ করবে।