6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ মুসলিমরা বেশি দান করেঃ সমীক্ষা

সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যে বসবাসকারী মুসলমানরা দেশটির অন্য যেকোনো ধর্মীয় সম্প্রদায়ের চেয়ে বেশি দান করে থাকে।

ব্লু স্টেট পরিচালিত ‘ব্রিটিশ মুসলিম গিভিং বিহেভিয়ার্স’ শিরোনামের সমীক্ষায় দেখা গেছে, মুসলিম সম্প্রদায় ব্রিটিশ জনসংখ্যার বাকি অংশের অনুদানের তুলনায় চার গুণ বেশি দান করেছে। ব্রিটিশ মুসলমানরা গড়ে গত ১২ মাসে ৭০৮ পাউন্ড দান করেছে আর অন্যান্য ধর্মাবলম্বীরা দান করেছে মাত্র ১৬৫ পাউন্ড।

যুক্তরাজ্যের মুসলমানদের অনুদান কোথায় যায়, এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রদত্ত অন্তত ৬১ শতাংশ দান ইসলামী সংস্থাগুলোতে যায়। তার অন্তত ১৪ শতাংশ যায় ধর্মনিরপেক্ষ সংস্থাগুলোতে।

সমীক্ষায় আরো বলা হয়েছে, যুক্তরাজ্যের চারজনের মধ্যে তিনজন মুসলমান ইতোমধ্যেই গাজার লোকদের সহায়তায় দান করেছেন। এছাড়া আরো ৬৭ শতাংশ মুসলিম দান করার পরিকল্পনা করছেন।

যুক্তরাজ্যে বিদ্যমান অর্থনৈতিক সঙ্কট থাকা সত্ত্বেও সেখানকার ৪৯ শতাংশ মুসলমান পরবর্তী ১২ মাসে তাদের দাতব্য দান বৃদ্ধি করতে ইচ্ছুক।

সূত্রঃ দি নিউজ

এম.কে
১৪ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

রাজা চার্লসের রাজ্যাভিষেকে ১০ সারি পেছনে বসবেন প্রিন্স হ্যারি

ঝড়ো বাতাসে গাড়ি উল্টে ইংল্যান্ড-ওয়েলসের সড়কে দীর্ঘ যানজট

নিউজ ডেস্ক

স্বাধীনতা উপভোগ করুন, তবে ঝুঁকি থেকে সাবধান: ব্রিটিশ প্রধানমন্ত্রী