6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশশীর্ষ খবর

ব্রিটিশ যুবকের প্রাণ বাঁচিয়ে হিরো বনে গেলেন বাংলাদেশি ছাত্র!

শ্বাসনালীতে খাবার আটকে যাওয়া এক ব্রিটিশ যুবকের জীবন বাঁচিয়ে যুক্তরাজ্যে হিরো বনে গেছেন এক বাংলাদেশি যুবক। বিবিসি, ডেইলি মেইলসহ ব্রিটেনের প্রায় সব গণমাধ্যমে ওই যুবকের প্রশংসা করে সংবাদ প্রকাশ পেয়েছে।

 

বাংলাদেশ প্রতিদিনের খবরে বলা হয়, ওই যুবকের নাম শেখ নাজমুল হাসান রিফাত। বয়স ২৪। বাড়ি ঢাকার উত্তরার কামারপাড়া এলাকায়। ২০১৯ সালে ইংল্যান্ডে আসেন। ব্যাঙ্গোর তন্দুরি নামের যে রেস্টুরেন্টে ঘটনাটি ঘটেছে সেখানে আড়াই বছর ধরে কাজ করছেন এই তরুণ।

 

শ্বাসনালীতে খাবার আটকে গেলে এমন একটি পদ্ধতি আছে যা প্রয়োগ ছাড়া তাৎক্ষণিকভাবে ব্যক্তিকে বাঁচানো অসম্ভব। অধিকাংশ মানুষের কাছে এটি অজানা। শ্বাসনালীতে খাবার আটকানোর পর এই পদ্ধতি প্রয়োগ করতে না পারলে ৪ মিনিটে মানুষ মারা যায়! পদ্ধতিটির আবিষ্কারকের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে হাইমোলিখ পদ্ধতি।

 

মানুষের গলা একটা চৌরাস্তা মানে চারটি রাস্তার সংযোগস্থলের মতো। নাক দিয়ে বাতাস যায়, মুখ দিয়ে বাতাস যায়, ভেতর দিয়ে আবার দুটো রাস্তা। সামনের রাস্তাটা শ্বাসনালী, পেছনেরটা খাদ্যনালী। খাবার যাবে খাদ্যনালীতে। খাবার গেলার সময় খুব তাড়াহুড়ো করলে পরিস্থিতিতে শক্ত খাবার শ্বাসনালীতে যেতে পারে। তখন বিশেষ পদ্ধতিতে পেটে নাভির অংশে চাপ দিয়ে সেই শক্ত খাবার চার মিনিটের মধ্যে বের করতে হয়। এক বছরের বাচ্চাদের ক্ষেত্রে পিঠে চাপ দিতে হয়।

 

রোগীর পেছনে গিয়ে কৌশল প্রয়োগকারী ব্যক্তির দুই হাত এক করে নাভিতে প্রথমে নিচে পুশ করে উপরের দিকে প্রেশার দিলে শ্বাসনালী থেকে খাবার বেরিয়ে যায়।

 

রিফাত ওই ব্রিটিশ যুবকের প্রাণ বাঁচান ২৩ মে। সেদিনের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একবারের চেষ্টায় শ্বাসনালী থেকে খাবার বের করতে পারেননি তিনি। অষ্টম চাপে যুবক স্বাভাবিক নিশ্বাস নিতে শুরু করেন। এসময় তার বন্ধুসহ রেস্টেুরেন্টে উপস্থিতি অন্যরা হাততালি দিয়ে রিফাতকে অভিনন্দন জানান। অবশ্য ঘটনার শুরুতে তারা এর গুরুত্ব বুঝতে পারেননি।

 

রিফাত স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তিনি কাস্টোমারের দিকে তাকিয়ে বুঝে ফেলেন তিনি অস্বস্তিতে আছেন। জ্যাক নামের ওই ব্যক্তির মুখ তখন লাল। চোখ দিয়ে পানি পড়ার মতো অবস্থা। দুই থেকে তিন সেকেন্ডে রিফাত বুঝে যান ঠিক কী হয়েছে। টেবিল থেকে তাকে টেনে পাকস্থলীতে চাপ দেন তিনি। কয়েক বারের চেষ্টায় শ্বাসনালী থেকে চিকেন বেরিয়ে আসে।

 

রিফাত এই কৌশল শিখেছেন তার বাবার থেকে। ছোটবেলায় তার বাবা এভাবে রিফাতের জীবন বাঁচিয়েছিলেন। ওই কাষ্টোমার জীবন ফিরে পেয়ে রিফাতকে জড়িয়ে ধরেন। পরে তাকে টিপস দেন। তার সাথে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানান।

 

রিফাত বলেন, প্রথমে আমি টিপস নিতে চাইনি। কারণ আমি একজন মুসলিম হিসাবে মনে করি সাহায্য করলে নিঃস্বার্থভাবে করতে হয়। উনি বেঁচে আছেন তাতেই আমার শান্তি।

 

৩০ মে ২০২১
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

আরো পড়ুন

যুক্তরাজ্যে আবারো তুষার ঝড়ের সতর্কতা

গণসংগীত শিল্পী ফকির আলমগীর আর নেই

পালিয়ে যাওয়া সেই ১০ করোনারোগীকে ধরে ফের হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক