5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনের অনিবন্ধিত অভিবাসীদের সাধারণ ক্ষমায় রাজি বরিস জনসন

অভিবাসীদের জোয়ারের কারণে অসন্তুষ্ট নাগরিকদের দাবিতে যুক্তরাজ্যকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের করে এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এখন তিনি আবার বলছেন, যুক্তরাজ্যে অবৈধ উপায়ে আসা অভিবাসীদের সাধারণ ক্ষমা করতে তিনি প্রস্তুত।

 

লন্ডনে বৃহস্পতিবার (১৮ মার্চ) একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেহেতু এই লোকেরা যুক্তরাজ্যে দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন এবং অপরাধমূলক কাজে সম্পৃক্ত হননি, তাই তাদের স্টেটাস বৈধ করাই যুক্তি সঙ্গত।

 

বিদ্যমান নিয়মের অধীনে যা হয়ে আসছে এবারও সেরকমই ঘটবে বলে উল্লেখ করেন বরিস জনসন। তবে এরচেয়েও বেশি কিছু করতে রাজি আছেন প্রধানমন্ত্রী, এমন ইঙ্গিত পাওয়া যায় তার বক্তব্যে।

 

সংবাদিকদের সঙ্গে মহামারি নিয়ে আলোচনার একপর্যায়ে বরিস জনসন জানান, ইংলিশ চ্যানেল দিয়ে ছোট ছোট নৌকায় করে মানবপাচারকারী অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পক্ষে তিনি।

 

তিনি উল্লেখ করেন, এভাবে পাচারের সময় বহু মানুষের মৃত্যু ঘটে।

 

 

১৯ মার্চ ২০২১
এনএইচ
সূত্র: ব্লুমবার্গ

আরো পড়ুন

লন্ডনের মেয়র হতে সাদিক খানের বিরুদ্ধে লড়বেন ২ ভারতীয়

যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঞ্চয় রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা বৃদ্ধি

আসছে বিনামূল্যে কোভিড পরীক্ষা বাতিলের ঘোষণা