TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে হত্যা সন্দেহে পাঁচ শিশু গ্রেপ্তার

ব্রিটেনের লেস্টার শহরে ৮০ বছর বয়সী লোককে হত্যার সন্দেহে পাঁচ শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বয়স ১২ থেকে ১৪ বছর। গত রবিবার সন্ধ্যায় লেস্টার শহরের কাছে ব্রাউনস্টোন টাউনের ফ্র্যাঙ্কলিন পার্কে কুকুর নিয়ে হাটছিলেন ভীম সেন কোহলি নামক ৮০ বছরের এক বৃদ্ধ। এ সময় হঠাৎ অতর্কিত হামলার স্বীকার হন ভীম সেন।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
ভীম সেন কোহলির উপর হামলা ও তার মৃত্যুকে একটি হত্যাকান্ড বলে আখ্যায়িত করেছে লেস্টার পুলিশ। এ হত্যার সন্দেহে পাঁচ শিশুকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার মূল কারণ উদঘাটন করতে তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয়রা বলছে কোহলি একজন ভদ্র মানুষ। তিনি মূলত ভারতের পাঞ্জাবের বাসিন্দা। যিনি প্রতিদিন তার কুকুরটিকে নিয়ে পার্কে হাঁটতেন, কেউ তার সাথে এমন কিছু করতে চাইবে এমনটি বিশ্বাস করা যাচ্ছে না।

সূত্রঃ লেস্টার মার্কারি

এম.কে
০৪ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

শিখ গণহত্যা ইস্যুতে যুক্তরাজ্যের লেবার পার্টিকে শিখদের আল্টিমেটাম

যুক্তরাজ্যে অভিবাসনে বিস্ফোরণঃ ইংল্যান্ডে রেকর্ড সংখ্যক ঢল, ছোট নৌকার ছড়াছড়ি চ্যানেলে

যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতিঃ কেয়ার সেক্টরে বিদেশিদের পথ রুদ্ধ