4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে হুহু করে বাড়ছে বাড়ির দাম

মহামারিতে জীবনযাত্রার পরিবর্তনের ফলে অর্থনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও যুক্তরাজ্যের বাড়ির দাম বেড়েছে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ২০১৪ সালের ডিসেম্বর মাসের পর ২০২০-এর ডিসেম্বরে সর্বোচ্চ বার্ষিক হারে বেড়েছে বাড়ির দাম।

 

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানায়, যুক্তরাজ্যের গড় বাড়ির দাম ২০২০ সালের ডিসেম্বর মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ২০২০ সালের ডিসেম্বর মাসে গড় মূল্যবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ লাখ ৫২ হাজার পাউন্ডে পৌঁছেছে।

 

বিশেষজ্ঞরা মনে করেন, এই বৃদ্ধিটি হচ্ছে স্ট্যাম্প ডিউটি হলিডের প্রভাব।

 

২০২০ সালের ৪ জুলাই চালু হওয়া স্ট্যাম্প ডিউটি হলিডে এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষ হতে চলেছে।

 

এদিকে ব্রিটেনে বেড়েছে বাড়ির চাহিদা। বড় বাড়িগুলোর ভিতরে এবং বাহিরে যথেষ্ট জায়গা থাকায় চাহিদা বেশি। একজন বিক্রেতা জানান, চাহিদা বাড়ার সাথে সাথে বাড়ির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

 

যুক্তরাজ্যের বাড়ির দাম সব চেয়ে বেশি বেড়েছে নর্থ ওয়েস্ট এলাকায়, যা ১১ দশমিক ২ শতাংশ। সবচেয়ে কম বেড়েছে লন্ডনে, যা মাত্র মাত্র ৩.৫ শতাংশ।

 

তবে বিশ্লেষকরা বলছেন, স্ট্যাম্প ডিউটি হলিডে শেষ হওয়ার পরে এবং চ্যালেঞ্জিং অর্থনৈতিক অবস্থার কারণে সম্ভাব্য ক্রেতারা বাড়ি কেনার জন্য কম আগ্রহী হয়ে উঠবেন। ফলে তখন দাম কমার সম্ভবনা রয়েছে।

 

সূত্র: দ্যা গার্ডিয়ান
২২ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

সিনেমার গল্প: গুপি গাইন ও বাঘা বাইন (পর্ব-১)

অনলাইন ডেস্ক

মেসির হাতে বিশ্বকাপ

যুক্তরাজ্যের রাজ পরিবারে পুরাতন বর্ণবাদী মন্তব্য নিয়ে নতুন আলোচনা