15.7 C
London
July 21, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ভাড়াটের ডিপোজিট হাতিয়ে নিচ্ছেন ব্রিটেনের অসাধু বাড়িওয়ালারা

যুক্তরাজ্যের সরকারি টেন্যান্সি ডিপোজিট স্কিমে অস্পষ্ট নিয়ম, দীর্ঘসূত্রিতা এবং হুমকির পরিবেশের কারণে লাখ লাখ ভাড়াটে প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জেনারেশন রেন্ট নামের ভাড়াটে অধিকার গ্রুপের গবেষণায় দেখা গেছে, প্রতি চারজন ভাড়াটের একজন অন্যায়ভাবে কেটে রাখা ডিপোজিট ফেরত পাননি।

গবেষণায় অংশ নেওয়া প্রায় অর্ধেক (৪৬%) ভাড়াটে জানান, তারা জানতেনই না যে ডিপোজিট ফেরতের অযৌক্তিক কাটছাঁটের বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ করতে পারেন। অথচ মাত্র ৪% ভাড়াটে সরকার অনুমোদিত বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করেছেন।

জেনারেশন রেন্ট-এর মুখপাত্র ড্যান উইলসন ক্র বলেন, “ডিপোজিট ফেরতের এই সিস্টেমটি অস্পষ্ট নিয়ম, বিলম্ব এবং বাড়িওয়ালাদের হুমকির কারণে সাধারণ ভাড়াটেদের নিরুৎসাহিত করছে। এতে অসাধু বাড়িওয়ালাদের পকেটে কোটি কোটি পাউন্ড চলে যাচ্ছে।”

অনেক ক্ষেত্রে বাড়িওয়ালারা হুমকি দেন, যদি ভাড়াটে আপত্তি জানান তবে আরও বড় অঙ্কের দাবি করা হবে। অনেকে আবার ডিপোজিট আদৌ সুরক্ষিত স্কিমে রাখেন না, বা বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াতেই অংশ নিতে অস্বীকৃতি জানান।

একটি সরকারি ডিপোজিট সুরক্ষা সংস্থা TDS-এর তথ্যে দেখা যায়, যেসব ভাড়াটে আনুষ্ঠানিকভাবে আপত্তি করেছেন, তাদের ৭৭% কিছু অর্থ ফেরত পেয়েছেন এবং ৩২% সম্পূর্ণ অর্থ ফিরে পেয়েছেন। গড় হিসেবে, যারা আপত্তি করেছেন তারা তাদের কাটা ডিপোজিটের ৭৯% ফেরত পেয়েছেন।

উইলসন ক্র বলেন, “ভাড়াটেরা যদি এই প্রক্রিয়ায় এগিয়ে আসতেন, তাহলে শত শত পাউন্ড বাঁচাতে পারতেন। কিন্তু সিস্টেমের প্রতি আস্থার অভাবে তারা চুপ থাকেন।”

জেনারেশন রেন্ট সরকারের কাছে ডিপোজিট ফেরতের জন্য ১৪ দিনের বাধ্যবাধকতা, বাধ্যতামূলক বিরোধ নিষ্পত্তিতে অংশগ্রহণ এবং ১০ দিনের মধ্যে সমাধানের দাবি জানিয়েছে। একইসঙ্গে, নিয়ম ভাঙা বা বারবার অযৌক্তিক ডিপোজিট কাটা বাড়িওয়ালাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থারও দাবি জানানো হয়েছে।

হাউজিং, কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয় জানিয়েছে, তারা ডিপোজিট সিস্টেম পর্যালোচনা করছে এবং সিস্টেমের দুর্বলতাগুলো চিহ্নিত করার কাজ করছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২০ জুলাই ২০২৫

আরো পড়ুন

ওমিক্রন সংক্রান্ত ইংল্যান্ডের নতুন কোভিড আইন

দক্ষিণ-পূর্ব লন্ডনে পাইপ ফেটে ভয়াবহ জলাবদ্ধতা, লন্ডন এলাকাজুড়ে হাজার হাজার মানুষ পানিবিহীন

যুক্তরাজ্যে আবারও বেড়েছে পাইকারি গ্যাসের দাম