15.4 C
London
September 19, 2025
TV3 BANGLA
দক্ষিণ এশিয়াশীর্ষ খবর

ভারতে টুইটারের ৯০ ভাগ কর্মী ছাঁটাই

টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর ইলন মাস্ক ভারত অফিসের ৯০ ভাগ কর্মীকে ছাঁটাই করেছে। টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর বড় একটি অংশকে ছাঁটাইয়ের ঘোষণা দেন ইলন মাস্ক। এরই অংশ হিসেবে ভারত অফিসের বিশাল সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। ভারতে টুইটারের ২০০ জনের বেশি কর্মী ছিলেন। এখন মাত্র এক ডজনের মতো কর্মীর চাকরি টিকে আছে।

 

গত শুক্রবার ছাঁটাই হওয়া এক কর্মী ইকোনমিক টাইমসকে বলেছেন, সকালে ঘুম থেকে উঠে অনেকেই দেখেন, অ্যাক্সেস নেই।

 

দ্য মিন্টের খবর অনুসারে, গত ৪ নভেম্বর ভারতীয় সময় ভোর ৪টার দিকে (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা) বিশ্বব্যাপী টুইটারকর্মীরা ছাঁটাই সংক্রান্ত ইমেইল পেতে শুরু করেন। যেসব কর্মী চাকরিচ্যুত হয়েছেন তাদের অফিসিয়াল ইমেইল ও মেসেজিং ব্যবস্থা স্ল্যাক সংযোগ থেকে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

 

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোভিত্তিক কোম্পানি টুইটার বিশ্বব্যাপী তাদের প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করেছে। ধারণা করা হচ্ছে, ছাঁটাই কর্মীর সংখ্যা ৩ হাজার ৭০০ জনের মতো।

 

 

৮ নভেম্বর ২০২২
নিউজ ডেস্ক

 

 

আরো পড়ুন

৫ ঘন্টায় কম্পিউটারের নকশা বানালো এআই

হিটলারের বাড়িতে পুলিশকে দেওয়া হবে মানবাধিকার প্রশিক্ষণ

বাধা সত্ত্বেও বড়দিনের ভ্রমণ চলছে পুরোদমে