16.2 C
London
October 8, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ভারতে বিবিসির কার্যালয়ে ‘অভিযান’, কর্মীদের ফোন জব্দ

ভারতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির দিল্লি এবং মুম্বাই কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন দেশটির কেন্দ্রীয় অর্থ দফতরের গোয়েন্দারা।

এনডিটিভি ও ইন্ডিয়া টুডেসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে একযোগে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। অভিযানের সময় বিবিসি কর্মীদের কাছ থেকে মোবাইলসহ ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করেন তারা। এ ঘটনায় দিল্লির সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে।

যদিও ভারতের আয়কর বিভাগের দাবি, বিবিসির অফিসে ‘জরিপ’ চালাতে গিয়েছিল তারা।

এদিকে তল্লাশির এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। দলটির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় (হিন্দিতে) বলা হয়েছে, ‘প্রথমে বিবিসির ডকুমেন্টারি নিষিদ্ধ করা হলো। এখন বিবিসিতে অভিযান চালিয়েছে আয়কর বিভাগ। এটি এক অঘোষিত জরুরি অবস্থা।’

কংগ্রেসের প্রভাবশালী নেতা জয়রাম রমেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘বিনাশকালে বুদ্ধি নাশ’। কেন্দ্রীয় বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি। তার দাবি, আদানিসহ বিভিন্ন ইস্যুতে কার্যত কেন্দ্রীয় বিজেপি সরকার তাদের স্বরূপ প্রকাশ করে ফেলেছে। সেটা নিয়ে বেশকিছু গণমাধ্যম খবর প্রকাশ করার কারণে কেন্দ্রীয় সরকারের রোষানলে পড়েছে তারা। ‌

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। যদিও ভারত সরকার এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই ভিডিওটি মুছে ফেলার জন্য আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়। ‌

এম.কে

১৪ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যের আর্থিক খাতে অংশগ্রহণ কমেছে নারীদের

নিউজ ডেস্ক

হজযাত্রীদের জন্য সুখবর, সৌদি আরবের সব ভিসা মিলবে এক প্ল্যাটফর্মে

তরুন প্রজম্মের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে ব্রিটিশ রাজপরিবার