1. robin.nasif@live.com : নিউজ ডেস্ক :
  2. farjulcreative@gmail.com : নিউজ ডেস্ক : Farjul Islam
  3. mh2mukul@gmail.com : নিউজ ডেস্ক : M Moinul Hossain
  4. nh.tiash@gmail.com : Nawshad Tiash : Nawshad Tiash
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পূর্ব লিসেস্টারের বিশৃঙ্খলা, গ্রেফতার ২ TV3 BANGLA
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পূর্ব লিসেস্টারের বিশৃঙ্খলা, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
  • রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০

পূর্ব লিসেস্টারে একদল লোক বিক্ষোভ ও বিশৃঙ্খলা শুরু করলে তাদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ ও কম্যুনিটির নেতারা। এঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। গত ২৮ আগস্ট এশিয়া কাপের ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়। এই ইস্যুতে শনিবার (১৭ সেপ্টেম্বর) দ্বিতীয়বারের মতো লিসেস্টারের রাস্তাঘাটে অবস্থান নেয় শত শত মানুষ যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখতে পাওয়া গেছে।

 

বিবিসি জানায়, আগামী কয়েকদিন ওই এলাকার নিরাপত্তার দিকে কঠোর দৃষ্টি রাখবে পুলিশ।

 

লিসেস্টারশায়ার পুলিশের অস্থায়ী প্রধান কনস্টেবল রব নিক্সন একটি ভিডিওতে বলেছেন: “আমাদের কাছে শহরের পূর্ব লিসেস্টার এলাকার কিছু অংশে বিশৃঙ্খলার অনেক রিপোর্ট এসেছে।

 

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আমাদের অফিসাররা রয়েছে। বিশৃঙ্খলা দমনে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করতে সবাইকে অনুরোধ জানাচ্ছি।

 

পুলিশ আরও জানায়, বিশৃঙ্খলা দমনে সম্প্রদায়ের নেতারা পুলিশের পাশে থেকে সহযোগিতা করেছেন এবং লোকেদের শান্ত হতে আহ্বান জানিয়েছেন।

 

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এটি ছিল একটি অপরিকল্পিত বিক্ষোভ। এসময় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

১৮ সেপ্টেম্বর ২০২২
এনএইচ

Leave a Reply

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…

আর্কাইভ