TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

মর্গেজ রেট বৃদ্ধির সম্মুখীন ব্রিটেনের ৫ মিলিয়ন পরিবার

একটি শীর্ষস্থানীয় ‘থিঙ্ক ট্যাঙ্ক’ সতর্ক করেছে, এখন থেকে ২০২৪ সালের শেষের মধ্যে পাঁচ মিলিয়নেরও বেশি পরিবারের বার্ষিক মর্গেজ গড়ে ৫ হাজার ১০০ পাউন্ড বৃদ্ধি পেতে পারে।

 

রেজোলিউশন ফাউন্ডেশন অনুসারে, মোট মর্গেজ পেমেন্ট আগামী দুই বছরে ২৬ বিলিয়ন পাউন্ড বার্ষিক বৃদ্ধি পাবে।

 

লন্ডনের পরিবারগুলো সবচেয়ে বেশি বৃদ্ধির মুখোমুখি হবে, ফলে তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই সময়ের মধ্যে গড় পেমেন্ট ৮ হাজার পাউন্ড বৃদ্ধির অনুমান করা হয়েছে। অন্যদিকে, ওয়েলসের পরিবারগুলো গড়ে ৩ হাজার ৪০০ পাউন্ড বৃদ্ধির সম্মুখীন হবে।

 

রেজোলিউশন ফাউন্ডেশনের রিসার্চ ডিরেক্টর লিন্ডসে বলেছেন, ‘পে প্যাকেট সংকোচন, এবং এনার্জি বিল বেড়ে যাওয়ায় ব্রিটেন জুড়ে পরিবারগুলো বর্তমানে মূল্যস্ফীতিচালিত জীবনযাত্রার সংকটের মধ্য দিয়ে বসবাস করছে।’

 

পরিবর্তনশীল হারের (ভ্যারিয়েবল রেট) চুক্তিতে কিছু বাড়ির মালিক তাদের খরচ অবিলম্বে বৃদ্ধি দেখতে পাবেন। এতে বেশিরভাগ বাড়ির মালিকদের উপর প্রভাব পড়বে। যাদের নির্দিষ্ট হারে মর্গেজ রয়েছে, আগামী বছর তারা নতুন চুক্তিতে কম হারে সরে যেতে পারেন, বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

১৫ অক্টোবর ২০২২
এনএইচ

আরো পড়ুন

মহামারিতে আবারো ঋষি সুনাকের ১.৪ মিলিয়ন পাউন্ড অনুদান

নিউজ ডেস্ক

এনএইচএস ক্যান্সার সনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা টুলসের সফলতা

আবার নিয়মভঙ্গ ঋষির