4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

মালয়েশিয়ায় আটক ৪৮ বাংলাদেশি

মালয়েশিয়ার একটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অপরাধে বাংলাদেশিসহ ৫৫ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ৪৮ জনই বাংলাদেশি বলে জানা যায়।

 

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ আগস্ট) নেগারি সেম্বিলান অভিবাসন বিভাগের পরিচালক কেন্নিথ তা আই কিয়াং এক বিবৃতিতে এসব তথ্য জানান।

 

তিনি জানান, সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের নিলাই শিল্পাঞ্চলের একটি সিরামিক কারখানায় চালানো এই অভিযানে আটক ৫৫ বিদেশি নাগরিকের মধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ৭ জন নেপালের নাগরিক রয়েছেন। আটককৃতদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। একই কারখানায় বাংলাদেশ ও নেপালের ২৪১ জন অভিবাসী কাজ করেছিলেন বলেও জানানো হয়।

 

প্রাথমিকভাবে ২৪১ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ৫৫ জনকে আটক করা হয়। মালয়েশিয়া সরকারের ‘রিক্যালিব্রেশন প্লান’ সাধারণ ক্ষমা ঘোষণার এতদিন পার হয়ে গেলেও আটকরা কেউই তাতে নিবন্ধন করেননি বলেও তিনি অভিযোগ করেন।

 

আটকদের প্রথমে কোভিড-১৯ টেস্ট করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

 

২৫ আগস্ট ২০২১
নিউজ ডেস্ক

 

 

আরো পড়ুন

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের সেনাপ্রধান!

শীতকালের কিছু প্রয়োজনীয় সতর্কতা

৭ মাস পর জানা গেল টেমস নদীতে ঝাঁপ দেওয়া কিশোর জাহেদের ‘মৃত্যুরহস্য’