2.7 C
London
November 28, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের অভিবাসীদের প্রবেশের সংখ্যা ধীরগতিতে কমে আসছেঃ রিপোর্ট

সংশোধিত পরিসংখ্যানে প্রকাশিত তথ্যানুযায়ী যুক্তরাজ্যে ২০২৩ সালের জুন পর্যন্ত নেট অভিবাসীদের সংখ্যা রেকর্ড ৯,০৬,০০০-এ পৌঁছেছিল। যা এ যাবৎকালের সর্বোচ্চ বলে ধরে নেয়া যায়।

২০২৩ সালে যুক্তরাজ্যে নেট অভিবাসন রেকর্ড বরিস জনসন এবং ঋষি সুনাকের শাসনকালের সময়ে হয়েছিল বলে অনুমান করা হয়।

দেশে আগত এবং প্রস্থানকারীদের মধ্যে পার্থক্যের এই মান ২০২৪ সালের জুন পর্যন্ত শেষ হওয়া ১২ মাসে ২০% কমে ৭,২৮,০০০-এসে ঠেকেছে।

জাতীয় পরিসংখ্যান অফিস (ONS)-এর বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুন পর্যন্ত বছরের জন্য নেট অভিবাসীদের সংখ্যা প্রাথমিক অনুমান ৭,৪০,০০০ থেকে ১,৬৬,০০০ জন বৃদ্ধি পেয়ে ৯,০৬,০০০-এ পৌঁছেছিল।

জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, অভিবাসীদের প্রবেশের হার যুক্তরাজ্যে উচ্চ থাকলেও, নেট অভিবাসন এখন “কমতে শুরু করেছে”।

হোম অফিসের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে ২০২৩-২৪ অর্থবছরে আশ্রয় ব্যবস্থায় সরকারের ব্যয় £৫.৩৮ বিলিয়ন ছিল, যা ২০২২-২৩ অর্থবছরের £৩.৯৫ বিলিয়ন থেকে ৩৬% বৃদ্ধি পায়।

জাতীয় পরিসংখ্যান অফিস আরও বলেছে, নতুন তথ্য পাওয়ার সাথে সাথে নেট অভিবাসনের পরিসংখ্যান পর্যালোচনা করা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে যুক্তরাজ্যে আগত ব্যক্তিদের অভিবাসন আচরণ নির্ধারণের পদ্ধতি উন্নত করা হয়েছে।

ইউক্রেনের সংঘাতের প্রেক্ষিতে যুক্তরাজ্যে আগত ব্যক্তিদের সংখ্যা বিশ্লেষণের উন্নতিও এতে বিবেচনায় নেওয়া হয়েছে।

জাতীয় পরিসংখ্যান অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে,” এই প্রকাশনায় ২০২১ সালের জুন পর্যন্ত নেট অভিবাসনের আপডেট করা হয়েছে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের জুন পর্যন্ত নেট অভিবাসনের সংখ্যা ১,৬৬,০০০ বৃদ্ধি পায় এবং ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ১,৮১,০০০ বৃদ্ধি পেয়েছিল।

সর্বশেষ পরিসংখ্যানগুলো লেবার সরকার জুলাইয়ে ক্ষমতায় আসার আগের সময়কে অন্তর্ভুক্ত করে। তথ্যমতে জানা যায় অভিবাসনের সাম্প্রতিক পতন ঋষি সুনাকের নীতিমালার ফলাফল। যেখানে অধিকাংশ আন্তর্জাতিক ছাত্র এবং স্বাস্থ্য ও সামাজিক সেবার কর্মীদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তাছাড়া বিদেশি স্বামী-স্ত্রী স্পনসর করার জন্য প্রয়োজনীয় বেতন বৃদ্ধি করা হয়েছিল।

ব্রিটিশ ফিউচার থিঙ্কট্যাঙ্কের পরিচালক সুন্দর কাতওয়ালা বলেছেন, কিয়ার স্টারমার নেট অভিবাসনের রেকর্ড স্তর থেকে ধারাবাহিক পতন তদারকি করবেন। তবে তার চ্যালেঞ্জ হবে অর্থনীতি, এনএইচএস, বিশ্ববিদ্যালয় এবং সামাজিক সেবার জন্য অভিবাসীদের সমন্বয় সাধন করা।

২০২৪ সালের জুন পর্যন্ত বছরে যুক্তরাজ্যে স্টাডি ভিসা ও ভ্রমণের জন্য প্রায় ৯৪,০০০টি কম আবেদন জমা পড়েছিল। যা আগের ১২ মাসের তুলনায় কম বলে হোম অফিসের সাম্প্রতিক তথ্য থেকে জানা গিয়েছে।

“স্টুডেন্ট ভিসা” পরিসংখ্যানের মধ্যে শিক্ষার্থীদের পরিবারের সদস্য বা অন্যান্য নির্ভরশীল ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছে। তৎকালীন কনজারভেটিভ সরকারের ভিসা পরিবর্তনের অধীনে ২০২৪ সালের জানুয়ারি থেকে বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদের সাথে আনতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

২০২৪ সালের মার্চ মাসে ভিসা পরিবর্তনের অধীনে স্বাস্থ্য ও সেবা কর্মীরা তাদের নির্ভরশীলদের আনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

উল্লেখ্য যে, বর্তমানে দক্ষ কর্মী ভিসার আবেদন সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে ২০২৪ সালের এপ্রিল হতে নতুনভাবে কিছু নিয়ম পরিবর্তন হওয়ায় ভিসা আবেদনের সংখ্যা আবারও কমার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষকেরা জানিয়েছেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৮ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের মানসিক স্বাস্থ্য বিষয়ক কোচিং ফার্ম বেটারআপে চাকরি নিচ্ছেন প্রিন্স হ্যারি

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের নূন্যতম মজুরি আইন প্রশ্নের মুখে

ব্রিটেন-আয়ারল্যান্ডের ইসরায়েলি রাষ্ট্রদূত বহিষ্কারের আহ্বান