20.6 C
London
August 4, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ওয়েম্বলি কনসার্টে মর্মান্তিক দুর্ঘটনাঃ ওএসিস ভক্তের মৃত্য

যুক্তরাজ্যের ওয়েম্বলি স্টেডিয়ামে ওএসিস ব্যান্ডের কনসার্ট চলাকালে এক ভক্তের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শনিবার রাতে প্রায় ১০টা ২০ মিনিটের দিকে স্টেডিয়ামে পড়ে যাওয়ার ঘটনায় ওই ব্যক্তি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির বয়স ৪০-এর কোঠায় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ওএসিস ব্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শোতে এমন দুর্ঘটনার খবর শুনে তারা বিস্মিত ও গভীরভাবে শোকাহত। ব্যান্ডের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা সামাজিক মাধ্যমে ঘটনাটিকে “ভয়াবহ” বলে উল্লেখ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি স্টেডিয়ামের উপরের স্তর থেকে পড়ে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, স্টেডিয়াম ভিড়পূর্ণ ছিল এবং অনেকে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বা মোবাইলে ধারণ করে থাকতে পারেন। তথ্য সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের ১০১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

ওয়েম্বলি স্টেডিয়াম কর্তৃপক্ষ মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং জানিয়েছে যে তাদের সহায়তায় পুলিশ বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা কাজ করছেন। দুর্ঘটনার পরও রবিবারের নির্ধারিত কনসার্ট অনুষ্ঠিত হবে।

ওএসিসের এই পারফরম্যান্স ছিল ওয়েম্বলিতে তাদের পাঁচ রাতের কনসার্ট সিরিজের শেষ শো। ব্যান্ডের সদস্য লিয়াম ও নোয়েল গ্যালাঘার এরপর স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রে পারফর্ম করবেন। সেপ্টেম্বর মাসে তারা পুনরায় ওয়েম্বলিতে আরও দুটি কনসার্টে অংশ নেবেন। ২০০৯ সালে তিক্ত বিচ্ছেদের পর এই পুনর্মিলনী সফর ব্যান্ডটির প্রথম একসাথে পারফরম্যান্স হিসেবে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
০৪ আগস্ট ২০২৫

আরো পড়ুন

অভিনব ‘ভিসা প্রতারণা’ করে যুক্তরাজ্যে ঢুকছে বহু পাকিস্তানি

সহসাই খুলছে না ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো

নিউজ ডেস্ক

অবৈধ অভিবাসন নিয়ে বিদেশে প্রশ্নের মুখে সুনাক