11.2 C
London
September 13, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, লাগবে না আইইএলটিএস

দেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু এই পথে বাধা হয়ে দাঁড়ায় ইংরেজি ভাষায় ভালো দখল না থাকা। তবে যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি এবং প্রক্রিয়া দুইটিই শুরু করেছেন কিন্তু ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণে আইইএলটিএস নিয়ে হয়তো পিছিয়ে পড়েছেন তাদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।

ইউরোপের শিক্ষার্থীদের পছন্দের অন্যতম দেশ যুক্তরাজ্যের রেক্সহ্যাম বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে সেই সুযোগ। এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়নের জন্য লাগবে না কোন ধরনের আইইএলটিএস। শুধু এমওআই দিয়েই আবেদন করা যাবে।

জানা গেছে, ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় যুক্তরাজ্যের অন্যতম এই প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট প্রোগ্রাম। যোগ্য অনুষদ সদস্যদের দ্বারা শিক্ষার্থীদের পড়ানো হয়। রেক্সহ্যাম বিশ্ববিদ্যালয় একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় যেটি রেক্সহ্যাম সিটিতে অবস্থিত।

এম.কে
০৯ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

ব্রিটিশ রাজপরিবারের ভয়ংকর তথ্য ফাঁস করলেন মেগান

মহামারি চলাকালে যুক্তরাজ্যে মদপানে সর্বোচ্চ মৃত্যু!

অনলাইন ডেস্ক

বিলেতে বাড়ি কেনা বেচাঃ সার্ভিস একোমোডেশন

নিউজ ডেস্ক