TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে একটি ঘরে আগুন লেগে চারজনের মৃত্যু

যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে একটি ঘরে আগুন লেগে
ব্রায়নি গাভিথ এবং তার তিন সন্তান সকলেই মারা গিয়েছেন বলে জানা যায়।

২৯ বছর বয়সী ব্রায়নি গাভিথ, নয় বছর বয়সী মেয়ে ডেনিস্টি বার্টল, পাঁচ বছর বয়সী পুত্র অস্কার বার্টল এবং ২২ মাস বয়সী কন্যা অউব্রি বার্টল বুধবার ওয়েস্টবারি রোডের বাড়িতে আগুন লেগে মারা গিয়েছেন।

আগুন লাগানোর ঘটনার জন্য হত্যার সন্দেহে ঘটনাস্থল হতে ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

পুলিশ নিশ্চিত করেছে, গ্রেফতারকৃত ব্যক্তি আগুনে পুড়ে যাওয়া পরিবারের সাথে সম্পর্কিত। যাকে ব্রায়নি গাভিথের সাবেক পার্টনার বলে ধারণা করা হয়।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, আগুন লাগার ঘটনাটি “ইচ্ছাকৃত” এবং “পরিকল্পিত” বলে মনে করা হচ্ছে ।

পুলিশ বাহিনীর একজন মুখপাত্র যোগ করেছেন, সঠিক তদন্তের মাধ্যমে দূর্ঘটনার সঠিক তথ্য বের করা হবে।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৩ আগস্ট ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে অষ্ট্রেলিয়ার ৯৯% রফতানি পণ্য শুল্কমুক্ত

ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান

তালেবান সরকার গঠন করলে একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক