যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, যুক্তরাজ্যের অভিবাসন নিয়ম আরও কঠোর করা জরুরি। তিনি উল্লেখ করেছেন, ইউরোপজুড়ে অধিকাংশ দেশ শরণার্থী গ্রহণে ক্রমশ কড়া নীতি অবলম্বন করছে, সীমান্ত বন্ধ করছে এবং প্রবেশ সীমিত করছে। তবে যুক্তরাজ্যে প্রতিদিনই অনেক মানুষ আসছে—ছোট নৌকা বা অন্যান্য অনিয়মিত পথে।
তিনি ব্যাখ্যা করেছেন, যুক্তরাজ্যে সীমান্ত সুরক্ষা বজায় রাখা, অবৈধ প্রবেশ রোধ করা এবং সত্যিকারের সুরক্ষা প্রয়োজন এমন ব্যক্তিদের থাকার নিশ্চয়তা দিতে শক্তিশালী ও কার্যকর অভিবাসন নীতি অপরিহার্য। শাবানা মাহমুদ বলেন, বর্তমান ব্যবস্থা চাপে রয়েছে, এবং কঠোর নিয়ন্ত্রণ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
তিনি আরও জানান, প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনী বহু অবৈধ অভিবাসীকে আটক করছে। “আমরা কাউকে নিয়ম ভাঙতে দিতে পারি না এবং অর্থনীতিকে ক্ষতির মুখে ফেলতে পারি না,” তিনি বলেছেন। অবৈধ প্রবেশ শুধু সীমান্ত ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করে না, বরং আবাসন, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুবিধার ওপরও চাপ বৃদ্ধি করে।
শাবানা মাহমুদ জোর দিয়েছেন যে যুক্তরাজ্য মেধাবী ব্যক্তি, দক্ষ কর্মী এবং প্রকৃত শরণার্থীদের স্বাগত জানায়। কিন্তু যারা বেআইনিভাবে প্রবেশের চেষ্টা করে, তাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। তার মতে, একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ অভিবাসন নীতি স্থানীয় মানুষের চাকরি সুরক্ষা, সামাজিক স্থিতিশীলতা এবং করদাতাদের অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।
তিনি জানান, সরকার অভিবাসন ব্যবস্থায় ন্যায়বিচার ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। কঠোর নিয়ম ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাজ্য ইতিবাচক অবদান রাখার সুযোগ রাখতে পারবে এবং যারা ব্যবস্থার অপব্যবহার করতে চায় তাদের প্রতিরোধ করবে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

