TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আশ্রয় আপিল প্রক্রিয়ায় বড় পরিবর্তন, অ্যাসাইলাম হোটেল বন্ধের পথে

যুক্তরাজ্য সরকার আশ্রয়প্রার্থীদের আপিল প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। হোটেলে থেকে রায়ের জন্য অপেক্ষমাণ আশ্রয়প্রার্থীর সংখ্যা কমাতে একটি স্বাধীন সংস্থা গঠন করা হবে, যেখানে স্বতন্ত্র বিচারকরা দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করবেন।

হোম সেক্রেটারি ইভেট কুপার জানিয়েছেন, দেরি মেনে নেওয়া যায় না এবং সরকার যত দ্রুত সম্ভব বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে প্রায় ৩২ হাজার আশ্রয়প্রার্থী হোটেলে অবস্থান করছেন, যা নিয়ে জনঅসন্তোষ ও রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে।

সরকার প্রতিশ্রুতি দিয়েছে, বর্তমান মেয়াদের মধ্যেই অ্যাসাইলাম হোটেলগুলো বন্ধ করা হবে। তবে এখনো প্রায় ৫১ হাজার আপিলের রায় অপেক্ষমাণ, যার নিষ্পত্তিতে গড়ে এক বছরেরও বেশি সময় লেগে যাচ্ছে। এই সময়ে করদাতাদের অর্থে তাদের ব্যয়ভার বহন করতে হচ্ছে। নতুন প্যানেলের মাধ্যমে আদালতের তুলনায় দ্রুত রায় দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

হোটেল ব্যবহার নিয়ে স্থানীয় অসন্তোষ ইতিমধ্যেই বিক্ষোভে রূপ নিয়েছে। জুলাই থেকে ইপিং শহর বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যখন বেল হোটেলে থাকা এক আশ্রয়প্রার্থীর বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর হাইকোর্ট ইপিং কাউন্সিলের পক্ষে রায় দিয়ে হোটেলে আশ্রয়প্রার্থী রাখা বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।

আদালত জানিয়েছে, বেল হোটেল স্থানীয় পরিকল্পনা নীতি ভেঙে অনুমতি ছাড়া ব্যবহারবিধি পরিবর্তন করেছে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে। সেখানে থাকা সবাইকে ১২ সেপ্টেম্বরের মধ্যে সরিয়ে নিতে হবে। সরকার এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ চাইছে।

এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষও একই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। টোরি-নিয়ন্ত্রিত হিলিংডন কাউন্সিল জানিয়েছে, যেখানে দুই হাজারের বেশি আশ্রয়প্রার্থী অবস্থান করছে, সেখানেও আইনি পদক্ষেপ বিবেচনায় আছে। কনজারভেটিভ নেত্রী কেমি বাডেনক দলীয় কাউন্সিলগুলোর উদ্দেশ্যে খোলা চিঠিতে একই আহ্বান জানিয়েছেন। অপরদিকে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বলেছেন, তাদের কাউন্সিলগুলোও ইপিংয়ের পথ অনুসরণ করবে।

হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ৩০০টির বেশি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে ১৩১টি এলাকায় আশ্রয়প্রার্থীদের রাখা হয়েছে ‘অস্থায়ী আবাসনে’, যার বড় অংশই হোটেল-নির্ভর। এর মধ্যে ৭৪টি লেবার, ৩০টি লিবারেল ডেমোক্র্যাট, ১৯টি কনজারভেটিভ, ৯টি গ্রিন এবং একটি রিফর্ম ইউকের নিয়ন্ত্রণাধীন।

সরকার জানিয়েছে, এই বছরেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে। ইভেট কুপার জোর দিয়ে বলেছেন, সব অ্যাসাইলাম হোটেল যথাযথ প্রক্রিয়ায় বন্ধ করা হবে।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৪ আগস্ট ২০২৫

আরো পড়ুন

লন্ডনে ইউরো কাপ দেখতে এসে ২ হাজার করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

হোম অফিসের কর্মকর্তার বিরুদ্ধে এসাইলাম কেইসে ঘুষ দাবির অভিযোগ

শিলাবৃষ্টিজনিত কারণে গৃহহীন মানুষের জন্য ফান্ড রাইজিং

নিউজ ডেস্ক