ব্রিটেনে কর ফাঁকিবাজদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে কর কর্তৃপক্ষ এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস (HMRC)। এখন থেকে অন্তত £১,০০০ বা তার বেশি বকেয়া কর পরিশোধ না করলে এবং একাধিকবার নোটিশ উপেক্ষা করলে করদাতার ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ আইসা (ISA) থেকে সরাসরি অর্থ কেটে নেওয়া হবে।
ডিরেক্ট রিকভারি অফ ডেটস (DRD) নামে পরিচিত এই প্রকল্পটি প্রথম চালু হয় ২০১৫ সালে। তবে মহামারির সময় তা স্থগিত করা হয়েছিল। চ্যান্সেলর র্যাচেল রিভস চলতি বছরের বাজেটে HMRC-কে পুনরায় এই ক্ষমতা দেওয়ার পর আবার কার্যকর হয়েছে নিয়মটি।
এই পদক্ষেপ মূলত তাদের জন্য, যারা কর দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে যান। স্বনিযুক্ত ব্যক্তি, ভাড়া বা দ্বিতীয় বাড়ি থেকে আয়কারীরা এবং বিনিয়োগ ও সঞ্চয় সুদ থেকে উল্লেখযোগ্য আয়কারীরা এ নিয়মের আওতায় পড়বেন।
তবে কিছু সুরক্ষা ও শর্তও রাখা হয়েছে। করদাতার অ্যাকাউন্টে অন্তত £৫,০০০ অবশিষ্ট রাখতে হবে, যাতে প্রয়োজনীয় খরচ চালানো যায়। কর আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময় শেষ হওয়ার পরেই অর্থ কেটে নেওয়া যাবে। ঝুঁকিপূর্ণ বা আর্থিকভাবে অরক্ষিত গ্রাহকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। টাকা কেটে নেওয়ার আগে HMRC কর্মকর্তা সরাসরি করদাতার সঙ্গে দেখা করে দেনা নিশ্চিত করবেন এবং সমাধানের বিকল্প খুঁজবেন।
তবে এ নিয়ম নিয়ে সমালোচনা উঠেছে। কর বিশেষজ্ঞরা একে অত্যন্ত কঠোর বলে অভিহিত করেছেন। কর পরামর্শক ডন রেজিস্টার বলেন, “সরকারি অর্থনীতির ওপর এখন চাপ প্রবল। যারা কর দিতে সক্ষম অথচ দেন না, তাদের বিরুদ্ধে HMRC কঠোর হচ্ছে। তবে কেউ যদি নোটিশ উপেক্ষা করেন, তাহলে এটি বড় ধরনের সমস্যার কারণ হবে।”
সরকারি হিসাবে বর্তমানে HMRC-এর কাছে প্রায় £৪২.৮ বিলিয়ন কর বকেয়া রয়েছে। ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত £১১ বিলিয়ন কর আদায়ের লক্ষ্য ঠিক করেছে সরকার। এ জন্য £৬৩০ মিলিয়ন বিনিয়োগ করা হয়েছে এবং নতুন করে ২,৪০০ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এম.কে
২৭ সেপ্টেম্বর ২০২৫