TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে চাকুরির বাজারে মন্দাঃ গ্র্যাজুয়েট ও স্বাস্থ্যকর্মীরা সবচেয়ে বিপর্যস্ত

যুক্তরাজ্যের শ্রমবাজারে শীতলতা নেমে এসেছে। অ্যাডজুনার সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, নিয়োগের হার কমছে এবং এর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে নতুন গ্র্যাজুয়েট ও স্বাস্থ্যকর্মীদের উপর। গত এক বছরে গ্র্যাজুয়েট নিয়োগ ৩৫% কমেছে, ফলে বিশ্ববিদ্যালয় শেষ করা তরুণদের জন্য সীমিত শূন্যপদে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে।

স্বাস্থ্য ও শিক্ষা খাতে নিয়োগ হ্রাস পেয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আগস্টে স্বাস্থ্যখাতে শূন্যপদ ৬.৭% এবং শিক্ষক পদে শূন্যপদ ৬.৪% কমেছে। আতিথেয়তা খাতেও ৬.৫% পতন হয়েছে। অন্যদিকে গুদামশ্রমিক ও পরিচ্ছন্নতাকর্মীর শূন্যপদ বেড়েছে, যা শ্রমবাজারের ভিন্নধর্মী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

অঞ্চলভেদে চাকরির প্রতিযোগিতার চিত্রও ভিন্ন। দক্ষিণ-পশ্চিমে প্রতিটি শূন্যপদের বিপরীতে প্রতিযোগী ১.৩ জন হলেও উত্তর-পূর্বে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৩৬ জনে। উত্তর আয়ারল্যান্ড ও ওয়েস্ট মিডল্যান্ডসেও প্রতিযোগিতা তুলনামূলক কঠিন। এতে করে দেশের উত্তর ও দক্ষিণের শ্রমবাজারে বৈষম্য স্পষ্ট হয়েছে।

তবে শ্রমবাজার পুরোপুরি ভেঙে পড়ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে বাজার “শীতল হচ্ছে, তবে ধসে পড়ছে না।” বরং গড় বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতির চেয়ে দ্রুত হারে বাড়ছে। গত এক বছরে গড় বিজ্ঞাপিত বেতন ৮.৯% বেড়ে দাঁড়িয়েছে £৪২,৩৬৭-এ। স্কটল্যান্ডে এই প্রবৃদ্ধি সবচেয়ে বেশি—১২.১৫%।

অ্যাডজুনার সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু হান্টেড মন্তব্য করেন, নিয়োগপ্রক্রিয়ায় এআই, দক্ষতার পরিবর্তন ও অর্থনৈতিক বাস্তবতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার ভাষায়, “শ্রমবাজার এখনো ভারসাম্য খুঁজছে, যেখানে নতুন প্রযুক্তি, পরিবর্তিত দক্ষতার চাহিদা এবং অর্থনৈতিক চাপ মিলিয়ে নিয়োগের ধারা গঠিত হচ্ছে।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০১ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

অভিবাসনের নেতিবাচক প্রভাবে বিশ্বাসী যুক্তরাজ্যের ৪৩ শতাংশ জনগণ

যুক্তরাজ্যে লেবার ‘ঘাঁটি’ গুঁড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনপন্থি আদনান

ইংল্যান্ডের ফার্স্ট টাইম বায়ারদের জন্য অর্ধেক দামে বাড়ি!

অনলাইন ডেস্ক