13.4 C
London
December 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে জরুরি আবহাওয়া সতর্কতা জারি

যুক্তরাজ্য মেট অফিস আবহাওয়ার সতর্কতা জারি করেছে। তথ্যমতে জানা যায় ৬০ মাইল প্রতি ঘণ্টার বাতাস যুক্তরাজ্যের বিভিন্ন অংশে আঘাত হানতে যাচ্ছে।

যুক্তরাজ্যের নাগরিকদের সতর্ক করা হয়েছে ঝড়ো বাতাস এবং ভ্রমণে বিশৃঙ্খলার জন্য। ইতিমধ্যে ফেরি পরিষেবা বাতিল করা হয়েছে।

মেট অফিস যুক্তরাজ্যের বিস্তীর্ণ অংশে বাতাসের জন্য দুটি হলুদ সতর্কতা জারি করেছে।

সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে ৬৫ মাইল প্রতি ঘণ্টার ঝোড়ো হাওয়া আঘাত হানতে পারে বলে ধারনা করা হচ্ছে।

মেট অফিস জানিয়েছে, একটি সতর্কতা উত্তর ইংল্যান্ডের উপর কার্যকর রয়েছে। এর মধ্যে শেফিল্ড, লিডস, নিউক্যাসল এবং ম্যানচেস্টারের মতো জায়গাগুলোতে আজ ভোর রাত ৩টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রভাবিত হতে পারে বলে জানা যায়।

দক্ষিণ স্কটল্যান্ডের একটি ছোট এলাকাও এর আওতায় রয়েছে।

মেট অফিস জানিয়েছে, ৬৫ মাইল প্রতি ঘণ্টা পর্যন্ত বাতাস সড়ক, রেল, বিমান এবং ফেরি পরিষেবায় বিঘ্ন ঘটাতে পারে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এই সতর্কতা আওতায় থাকা এলাকাগুলোতে মানুষ নিম্নলিখিত সমস্যার মুখোমুখি হতে পারেন:

কিছু বাস ও ট্রেন পরিষেবা প্রভাবিত হতে পারে, এবং যাত্রার সময় বেশি লাগতে পারে।

খোলা রাস্তা ও সেতুতে উচ্চ-প্রান্তযুক্ত যানবাহনের বিলম্ব হতে পারে।

সড়ক, রেল এবং বিমান পরিবহনে কিছুটা বিলম্বের সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় হলুদ সতর্কতা লিভারপুল এবং পশ্চিম ওয়েলস অঞ্চল জোরে দেয়া হয়েছে।

ঝড় ও শীতল হাওয়া গতকাল বিকাল ৩টা থেকে শুরু হয়েছে এবং আজ সকাল ৯টা পর্যন্ত চলমান থাকবে বলে জানা যায়।

এদিকে সমুদ্রতীরবর্তী এলাকায়, ৬৫ মাইল প্রতি ঘণ্টা বেগের বাতাস প্রবাহিত হবার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলেছেন, ” কিছু উপকূলীয় রাস্তা, সমুদ্রতীর এবং উপকূলীয় অঞ্চল বড় ঢেউ দ্বারা প্রভাবিত হতে পারে।”

মেট অফিস আরও জানিয়েছে; ” তুষারঝড়ের সময় উপকূলে থাকলে বড় ঢেউ সম্পর্কে সচেতন থাকুন। কারণ সমুদ্রতীর থেকে বড় ঢেউ আপনাকে সরিয়ে নিয়ে সমুদ্রে ফেলতে পারে। উঁচু পাহাড়ের ক্লিফের কাছাকাছি হাঁটার সময় সতর্ক থাকুন। জরুরি পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে কল করে কোস্টগার্ডের সাহায্য চান।”

মেট অফিসের পাঁচ দিনের পূর্বাভাস:

দক্ষিণে মেঘাচ্ছন্ন উষ্ণ আবহাওয়া দিয়ে দিন শুরু হবে, তবে পেনাইন এবং পশ্চিম উপকূলীয় এলাকায় প্রবল বাতাস থাকবে। পরবর্তীতে বৃষ্টি পূর্ব দিকে ছড়িয়ে পড়তে পারে। উত্তর ও পশ্চিমে ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

রাতে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হবে। ভোরের দিকে উত্তর সাগরে দিকে শীতল বাতাস প্রবাহিত হবে। উত্তরে আকাশ পরিষ্কার থাকবে এবং তুষারপাত হতে পারে।

বৃহস্পতিবার সকালে দক্ষিণপূর্বের মেঘ পরিষ্কার হয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। উত্তরে ঘন ঘন বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। ঠাণ্ডা অনুভূত হবে, উত্তর-পশ্চিমের দিকে ঝোড়ো বাতাস থাকবে।

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়া আবার উষ্ণ হতে শুরু করবে, তবে পরিবর্তনশীল এবং প্রায়ই ঝড়ো আবহাওয়া সঙ্গে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ দ্য সান

এম.কে
১৮ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে এয়ারবিএনবি-স্টাইলের বাড়ি ভাড়া বন্ধের চিন্তা করছে সরকার

ফ্লাইট বাতিল হওয়ায় ইস্টারের ছুটিতে আঘাত!