TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বিদেশী অপরাধী বৃদ্ধির উদ্বেগজনক চিত্রঃ যৌন ও সহিংস অপরাধে রেকর্ড বৃদ্ধি

যুক্তরাজ্যে বন্দি বিদেশী যৌন অপরাধীর মধ্যে এক চতুর্থাংশই আসে মাত্র পাঁচটি দেশের নাগরিকের মধ্য হতে। ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারে থাকা ১,৭৩১ জন বিদেশী যৌন অপরাধীর মধ্যে ৪৫৭ জন রোমানিয়া, পাকিস্তান, পোল্যান্ড, আয়ারল্যান্ড এবং ভারত হতে।

গত বছরের তুলনায় এই সংখ্যা ৯.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে একই সময়ে ব্রিটিশ যৌন অপরাধীর সংখ্যা ৩.৮ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি দেশের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণ নীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি বিদেশী নাগরিকদের দ্বারা সংঘটিত উচ্চ-প্রোফাইল যৌন ও সহিংস অপরাধের ঘটনা যুক্তরাজ্য জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এর মধ্যে ইথিওপিয়ার আশ্রয়প্রার্থী হাদুশ কেবাতু একটি উদাহরণ, যিনি দুইজনকে যৌন নিপীড়নের পরে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য হন।

তথ্যমতে জানা যায়, বাংলাদেশি নাগরিকরা যৌন অপরাধের জন্য কারাগারে রয়েছেন। ১৩০ জন বাংলাদেশির মধ্যে ৪২.৩ শতাংশ যৌন অপরাধে কারাগারে রয়েছে, যা ব্রিটিশ বন্দির ১৯.২ শতাংশের দ্বিগুণেরও বেশি। এছাড়া কেনিয়ান, সুদানী, ইথিওপিয়ান, এরিট্রিয়ান, নাইজেরিয়ান ও সিরিয়ান নাগরিকদেরও যৌন অপরাধে কারাগারে থাকার হার তুলনামূলকভাবে বেশি।

সংখ্যার বিচারে, রোমানিয়ান নাগরিকদের সংখ্যা সর্বোচ্চ, ১২১ জন, এরপর পাকিস্তান (৯৫), পোল্যান্ড (৮১), ভারত (৮০) ও আয়ারল্যান্ড (৮০) অবস্থান করছে। সহিংস অপরাধের ক্ষেত্রে পোল্যান্ড, আয়ারল্যান্ড, রোমানিয়া, জ্যামাইকা ও পাকিস্তানের সবচেয়ে বেশি বিদেশী অপরাধী রয়েছে।

মাদক সংক্রান্ত অপরাধে আলবেনিয়ার নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে ৬৪ শতাংশ আলবেনিয়ান কারাগারবন্দী এই অপরাধের জন্য দণ্ডিত। চুরির ক্ষেত্রে কলম্বিয়ান নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় এক-তৃতীয়াংশ।

যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় (MoJ) জানিয়েছে, তারা বিদেশী অপরাধীদের দ্রুত দেশত্যাগে বাধ্য করছে। গত বছর ৫,০০০ এর বেশি বিদেশী নাগরিক দেশত্যাগ করেছে, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। নতুন আইনের মাধ্যমে বন্দিরা আগে থেকেই দেশত্যাগ করতে পারবে, যা অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা বৃদ্ধিতে সাহায্য করবে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে সম্মত যুক্তরাজ্য

শুধু কর্মজীবী শ্রেণির শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে নতুন সিভিল সার্ভিস ইন্টার্নশিপ চালু

সাইবার হামলায় লাইকা মোবাইলের গ্রাহকদের ডাটা চুরি