TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে রিফর্ম ইউকের উত্থানে শঙ্কিত ব্রাসেলস, চুক্তি রক্ষায় ‘সেফটি প্রোভিশন’

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ বাণিজ্য চুক্তিতে নতুন একটি শর্ত যুক্ত করার প্রস্তাব দিয়েছে ব্রাসেলস, যা অনানুষ্ঠানিকভাবে “ফ্যারাজ ক্লজ” নামে পরিচিত হচ্ছে। এই ধারার মূল উদ্দেশ্য হলো—ভবিষ্যতে যুক্তরাজ্যের কোনো সরকার যেন সহজে এই চুক্তি বাতিল বা প্রত্যাহার করতে না পারে।

 

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত ধারায় উল্লেখ থাকবে যে যুক্তরাজ্য যদি সম্ভাব্য একটি ভেটেরিনারি বা পশুস্বাস্থ্য সংক্রান্ত চুক্তি বাতিল করে, তাহলে তাকে উল্লেখযোগ্য অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণের আওতায় সীমান্ত অবকাঠামো নির্মাণ, প্রযুক্তিগত যন্ত্রপাতি স্থাপন এবং কর্মীদের প্রশিক্ষণ ব্যয় অন্তর্ভুক্ত থাকবে।

ইইউ কূটনীতিকরা এই প্রস্তাবকে ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি “সেফটি প্রোভিশন” হিসেবে দেখছেন।

সাম্প্রতিক জনমত জরিপে নাইজেল ফ্যারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকের জনপ্রিয়তা বৃদ্ধির প্রেক্ষাপটে ব্রাসেলস আশঙ্কা করছে—বর্তমান বা ভবিষ্যৎ কোনো চুক্তি রাজনৈতিক পরিবর্তনের ফলে বাতিল হয়ে যেতে পারে।

লেবার নেতা কেয়ার স্টারমার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্যিক বাধা কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন। একটি গবেষণায় বলা হয়েছে, ভেটেরিনারি চুক্তি কার্যকর হলে যুক্তরাজ্যের খাদ্য ও পানীয় রপ্তানি প্রায় ২২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

তবে এই চুক্তি নিয়ে রাজনৈতিক বিরোধিতা স্পষ্ট। রিফর্ম ইউকে এবং কনজারভেটিভ পার্টি—উভয় দলই ক্ষমতায় এলে এই ধরনের চুক্তি বাতিলের অঙ্গীকার করেছে। নাইজেল ফ্যারাজের দাবি, প্রস্তাবিত চুক্তি যুক্তরাজ্যের সংসদীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ন করবে।

একই সুরে কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনক বলেছেন, ইউরোপীয় আদালতের অধীনতা মেনে নেওয়া কোনো চুক্তি তিনি গ্রহণ করবেন না। তার মতে, এতে ব্রিটেনের আইনগত স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইন চলতি বছরের শেষ নাগাদ পাস করানোর লক্ষ্য রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, যুক্তরাজ্য–ইইউর এই নতুন বাণিজ্যিক ব্যবস্থা ২০২৭ সালের শুরু অথবা মাঝামাঝি সময়ে কার্যকর হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব শুধু বাণিজ্যিক নয়, বরং ভবিষ্যৎ ব্রিটিশ রাজনীতির গতিপথ নিয়েও ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত বার্তা বহন করছে।

সূত্রঃ ভ্যালি টাইমস

এম.কে

আরো পড়ুন

লিজ ট্রাসের সামনে যতো চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক

সিসেস্টারে হিন্দু সম্প্রদায় রিভিউ বয়কট করতে প্রস্তুত

লন্ডনে আবাসন সংকট নিয়ে সরকার,মেয়র মুখোমুখি