8.7 C
London
May 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে হ্যালিফ্যাক্স টাউন সেন্টারে ছুরিকাঘাতে একজনের মৃত্যু

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে হ্যালিফ্যাক্স টাউন সেন্টারে একটি ব্যক্তিগত আক্রমণের ঘটনা ঘটেছে। তিনজন ব্যক্তি আক্রমণের শিকার হয়েছেন বলে খবরে জানা যায়। যাদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয় যিনি পরবর্তীতে আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গিয়েছেন।

পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, দ্বিতীয় আরো একজন ব্যক্তি “গুরুতর অবস্থায়” হাসপাতালে ভর্তি রয়েছেন। অফিসাররা জানিয়েছেন, রবিবার ভোর রাতে এই গুরুতর আক্রমণের ঘটনা সংগঠিত হয়।

তিনজনকেই ছুরিকাঘাতের জখম নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে তাদের মধ্যে একজন মারা গিয়েছিলেন।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ বলেছে, ” টাউন সেন্টারে পুলিশ বিশেষজ্ঞ টিম অনুসন্ধান এবং ফরেনসিক অনুসন্ধান পরিচালনা করে যাচ্ছে। তাছাড়া সিসিটিভি ফুটেজও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পুলিশ জনসাধারণকে ধৈর্য ধারণ করতে ও তথ্য দিয়ে সাহায্য করতে অনুরোধ করেছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম।

এম.কে
০১ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে সরকার,ইউনিয়ন মুখোমুখি

বেপরোয়া গাড়ি চালানোয় মৃত্যু, ব্রিটিশ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক

চলতি বছর যুক্তরাজ্যের মূল্যস্ফীতি কমার প্রত্যাশা