7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ৯৯৯-এ ২ হাজার বার কল করে জেলে

তিন বছরে ৯৯৯-এ দুই হাজার বার কল করেছেন যুক্তরাজ্যের এক নারী। উত্তর লন্ডনের হ্যারো থেকে ৫৬ বছর বয়সী সোনিয়া নিক্সন ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে জরুরি সেবা নম্বরে কল করার জন্য ১৭টি ভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন। তাকে সম্প্রতি গ্রেফতার করা হয় ও ২২ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের মতে, শুধু ২০২৩ সালেই ওই নারী ১১৯৪ বার জরুরি সেবা নম্বরে কল করেছিলেন। ওই বছর তাকে পুলিশ বাহিনীতে শীর্ষ তিন কলারের একজন করে তোলে।

সোনিয়া নিক্সনকে জানুয়ারিতে কমিউনিকেশন অ্যাক্ট ২০০৩-এর ৬৬৮ বার বিধি লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়। সোনিয়াকে ৬৭০টি অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছিল।

গ্রেপ্তার হওয়ার পরে তিনি একজন অফিসারকে বর্ণবাদী গালি দেন। জাতিগত উত্তেজনার ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ অনুমান করছে, ওই নারীর ক্রমাগত আপত্তিকর কর্মকাণ্ডের জন্য পাঁচ মাসেই বাহিনীর প্রায় ৪ হাজার ৫০০ পাউন্ড খরচ হয়েছে। ৯৯৯ সিস্টেমের এই অপব্যবহারের ফলে অপারেটররা প্রকৃত জরুরী পরিস্থিতিতে কত দ্রুত সাড়া দিতে পারে তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
২৪ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

প্রথম আইনি চ্যালেঞ্জের মুখোমুখি প্রীতি প্যাটেলের রুয়ান্ডা পরিকল্পনা

বাংলাদেশের যাত্রীদের জন্য ব্রিটেন ভ্রমণের সর্বশেষ নির্দেশনা

অনলাইন ডেস্ক

ইউকে ডট গভের জরিপে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন বর্তমান মেয়র সাদিক খান