16.2 C
London
August 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য বৈধ অভিবাসীদের ক্ষোভঃ ‘আমরা অভিবাসনবিরোধী নই, আইনভঙ্গকারীদের বিরুদ্ধে

যুক্তরাজ্যের ক্যানারি ওয়ার্ফে ব্রিটানিয়া হোটেলের সামনে সম্প্রতি এক দল অভিবাসী জড়ো হয়ে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করেন। যারা নিয়ম মেনে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, তাদের কণ্ঠে উঠে এসেছে হতাশা, ক্ষোভ এবং নিজেদের পরিচয় পরিষ্কার করার আকুতি—তারা বলেন, এই আন্দোলন কোনো ডানপন্থী উস্কানি নয়, বরং একটি আইনগত দাবি।

প্রতিবাদে অংশ নেওয়া হাঙ্গেরি থেকে আসা এক ব্যক্তি বলেন, “এখানে সবাই অভিবাসী, আমিও তাই। আমরা অভিবাসনবিরোধী নই, বরং এমন মানুষদের বিরুদ্ধে যারা কারা তা কেউ জানে না। দেশে এখন বিশৃঙ্খলা বাড়ছে। সরকার যদি মানুষের কথা না শোনে, তাহলে আরও বিশৃঙ্খলা আসবে।”
১৯৬১ সালে যুক্তরাজ্যে আসা আরেক অভিবাসী বলেন, “আমি এই দেশে বৈধভাবে এসেছি। ব্রিটেন আমাকে এবং আমার পরিবারকে যা দিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি মনে করি এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ। এটা প্রমাণ করে যে কেন পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসতে চায়।”
চীন থেকে আসা এক নারী অভিবাসী স্পষ্ট করেন, “আমরা যারা বৈধভাবে এসেছি, আমরা কঠোর পরিশ্রম করি, দেশের উন্নয়নে অবদান রাখি। আমরা স্থানীয়দের মতোই দেশের প্রতি ভালোবাসা অনুভব করি। আমাদের এই অবস্থান কোনো ডানপন্থী চেতনা থেকে নয়।”
এদিকে টাওয়ার হ্যামলেট কাউন্সিল জানিয়েছে, ব্রিটানিয়া হোটেলে আশ্রয়প্রার্থীদের অস্থায়ী আবাসনের বিষয়ে তারা অবগত। হোটেলে অবস্থানরতদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে হোম অফিস ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ চলছে বলেও জানানো হয়েছে।
এই বিক্ষোভ স্পষ্টভাবে দেখিয়েছে—সব অভিবাসীই অভিবাসন নীতির উদারতায় বিশ্বাসী নন। যারা আইন মেনে এসেছেন, তারা চান আইনের শাসন বজায় থাকুক এবং যুক্তরাজ্যের সামাজিক ভারসাম্য নষ্ট না হোক।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে
০২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

কেয়ার ওয়ার্কার ও কেয়ার এলাউন্সের উপর খড়গ এনে বিপাকে সরকার

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী অভিভাবকহীন শিশুদের অনিশ্চিত জীবন

বিবিসির সাংবাদিকের স্ত্রী-কন্যা খুন, আটক ১