4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

যুক্তরাষ্ট্র জুড়ে মরণঘাতি ফাংগাল ইনফেকশন ছড়াচ্ছে!

মরণঘাতি ছত্রাক জাতীয় সংক্রামক এখন যুক্তরাষ্ট্র জুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। ক্যানডিডা অরিস নামের এই বিশেষ ছত্রাকটি সংক্রমনে ৬০ শতাংশ মৃত্যুর শঙ্কা রয়েছে এমনটা বলছেন স্বাস্থ বিশেজ্ঞরা।

সংক্রামক ফাংগালটি সম্পর্কে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এরই মধ্য সতর্কতা জারি করেছে। সংস্থাটি প্রতিষ্ঠানটি বলেছে, মারাত্মক ধরনের এই ফাঙ্গাসে আক্রান্ত হলে প্রতি তিন জনের এক জনেরও বেশি মৃত্যুবরণ করছেন।

গত ১০ জানুয়ারি এই ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনার পর থেকে এমন পরিসংখ্যানই দেখা যাচ্ছে।

ওয়াশিংটন স্টেটে প্রথম এই ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত করা হয়। এরপর সিয়াটল ও কিং কাউন্টিতে গত সপ্তাহে আরও তিন জন আক্রান্ত হয়েছে বলা জানা গেছে।

সিয়াটলের কিনডারড হসপিটাল নিশ্চিত করেছে, তাদের এখানে ভর্তি হওয়া একাধিক রোগীর শরীরে এই ফাঙ্গাস আক্রান্তের উপসর্গ দেখা গেছে এবং তাদের আইসোলোটেড করা হয়েছে।

হাসপাতালে যাতে তা না ছড়াতে পারে সে লক্ষ্যে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। যাদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তাদের এই ফাঙ্গাস বেশি কাবু করছে এবং এটি সাধারণ কিছু ফাঙ্গাল-বিরোধী ওষুধে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।

১৫ বছর আগেও এই ফাঙ্গালটির উপস্থিতি ছিল। এরপর ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ২৩৭৭ জন এই ফাঙ্গালে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সিডিসি বলছে, ক্যানডিডা অরিস, রক্ত প্রবাহ দিয়ে সারা শরীরে সংক্রমিত হতে পারে। তবে কানে ঘা সৃষ্টি করাই এর অন্য উপসর্গ।

সূত্রঃ সিডিসি

এম.কে
০৭ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

উত্তর আয়ারল্যান্ড নিয়ে ঋষি সুনাকের নতুন চুক্তি

শ্রমিক সংকটে পড়েছে অষ্ট্রেলিয়ার কৃষিখাত

জাপানে স্বাদ নেয়া যায় এমন টিভি আবিষ্কার