5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রমজান মাস উপলক্ষে লন্ডন মেয়রের বিশেষ পরিকল্পনা

শনিবার ২ এপ্রিল থেকে যুক্তরাজ্যে রমজান মাস শুরু হচ্ছে। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে মেয়র সাদিক খান, গ্রেটার লন্ডন কর্তৃপক্ষের (জিএলএ) পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করেছেন পত্রিকাগুলোর সাথে।

 

তিনি বলেন, ‘রমজান মোবারক। আমরা বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে ইফতার এবং ভোজের জন্য বন্ধু এবং পরিবারের সাথে এবার মিশতে পারবো। জামাতে নামাজ ও তারাবিহের জন্য মসজিদ খোলা থাকবে।’

 

মাসটিকে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মুসলমানদের মাসটি আমাদের দাতব্য, সহানুভূতি ও উদারতার সাথে জড়িত হওয়ার সুযোগ দেয়।

 

‘গত কয়েক বছর কঠিন ছিল। অনেকেরই রমজান ভালো কাটানোর কথা ভেবেছে, কিন্তু এটা চ্যালেঞ্জিং হবে কারণ ভোর ও সূর্যাস্তের মধ্যে সময়ের ব্যবধান অনেক দীর্ঘ। কিন্তু লন্ডনে রমজান বহুল সমাদৃত, এবং অমুসলিমদের দ্বারা সম্মানিত। তাই জিএলএ বেশ কয়েকটি আইকনিক ইফতার আয়োজন করবে।’

 

তিনি জানান, সোমবার (৪ এপ্রিল) টাওয়ার অব লন্ডনে নাজ লিগ্যাসি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম ইফতার শুরু হবে। সেখানে অন্যান্য ধর্মের নেতারা থাকবেন, ইহুদি প্রধান র‍্যাবাই, ক্যাথলিক কার্ডিনাল ভিনসেন্ট নিকোলস, ইস্ট লন্ডন মসজিদের ইমাম মাহমুদ এবং আরও অনেকে, লন্ডন জুড়ে তরুণরা এবং জিএলএ রমজান মাসে আরও ইফতার করবে।

 

মাসটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্কোয়ার ট্রাফালগার স্কোয়ারে একটি চমৎকার উদযাপনের মাধ্যমে শেষ হবে।

 

বাংলাটাউনে অবস্থিত ঐতিহাসিক ব্রিক লেন মসজিদে উন্মুক্ত আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘আমি মসজিদটিকে খুব ভালো করেই চিনি। এটি এমন একটি মসজিদ যেটির সত্যিই সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আপনার মনে থাকবে যখন বাংলাদেশ থেকে প্রথম অভিবাসীরা এসেছিলেন, সংখ্যায় অনেক ছিল। এটা ছিল তাদের উদারতা এবং আমাদের প্রবীণদের দূরদর্শিতা যারা তাদের স্বল্প বেতনের চাকরি থাকলেও তারা প্রাঙ্গণ ভাড়া করার জন্য টাকা আলাদা করে রেখেছিলেন এবং তারপর প্রাঙ্গন কিনেছিলেন… আমরা ব্রিক লেন মসজিদের মতো এই চমত্কার মসজিদে ইফতার আয়োজন নিয়ে উদ্বেলিত।’

 

১ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

সহিংস ইসরায়েলিদের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি

ব্রিটিশ এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হবে বিশ্বকাপ