রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচা। মঙ্গলবার তার রাজনৈতিক দল ইউনাইটেড থাই নেশন পার্টির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
২০১৪ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডের ক্ষমতায় আসেন সাবেক সেনাপ্রধান প্রাউত চান-ওচা। ৯ বছর ক্ষমতায় থাকার পর এবার দিলেন অবসরের ঘোষণা।
তবে নতুন সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত প্রাউত চান-ওচাই পালন করবেন সরকারপ্রধানের দায়িত্ব।
প্রধানমন্ত্রী প্রাউতের রাজনৈতিক দল ইউনাইটেড থাই নেশন পার্টির বিবৃতিতে তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘এখন থেকে আমি রাজনীতিতে আর থাকছি না। দলের সদস্য থাকছি না।’
এম.কে
১২ জুলাই ২০২৩