8.6 C
London
November 17, 2024
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

রাজা চার্লসের অভিষেক কুচকাওয়াজে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১০ সদস্য

যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক অনুষ্ঠানে  কুচকাওয়াজে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের একটি সামরিক  দলও অংশ নেয়। যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে  সশস্ত্র বাহিনীর দশ সদস্যের  এই  সামরিক দলটি গত ২৭ এপ্রিল যুক্তরাজ্যে যায়।

গত ৬ মে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে-তে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয়। বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধানসহ আনুমানিক দুই হাজার ২০০ জন আমন্ত্রিত অতিথি এই রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করতে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ছাড়াও ৪০টি দেশের প্রায় ৪০০ জন সশস্ত্র বাহিনীর সদস্য  সেখানে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সাদাত মোহাম্মদ হাসানের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

আরো পড়ুন

বাংলাদেশ থেকে কনস্যুলার অফিস গুটিয়ে নিয়েছে রোমানিয়া

পূর্ব লন্ডনে আচমকা তাণ্ডব চালিয়ে গেল টর্নেডো

অনলাইন ডেস্ক

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন গ্র্যান্ডমাস্টার রাজীবের