13.4 C
London
April 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে আরব আমিরাতের প্রবাসীরা

সদ্যবিদায়ী আগস্ট মাসে দেশে এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দ্বিগুণ প্রণোদনার ঘোষণায় আবার সচল হতে শুরু করেছে দেশের রেমিট্যান্সের চাকা। তবে অনেক ভুক্তভোগী দ্বিগুণ প্রণোদনার টাকা পান নাই বলেও অভিযোগ করেছেন বলে খবরে জানা যায়।

বাংলাদেশ ব্যাংক জানায়, অক্টোবরে এসেছে চলতি অর্থবছরের প্রথম চার মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স। এ মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৯৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে সৌদি আরব, ‍যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, কুয়েত, মালয়েশিয়া, কাতার, ওমান ও বাহরাইন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ কোটি ৭ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে।

উল্লেখ্য যে, ২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বরেও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছিল ২৫ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও ছিল সৌদি আরব, ‍যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কুয়েত, ইতালি, কাতার, মালয়েশিয়া, ওমান ও বাহরাইন। দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল সৌদি আরব থেকে।

সূত্রঃ বাংলাদেশ ব্যাংক

এম.কে
০৬ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

ব্রিটেন যাওয়ার পথে একদিনে শতাধিক শরণার্থী উদ্ধার

অনলাইন ডেস্ক

আইনের শাসন সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে অবশ্যই কাজ করতে হবে: এফআইডিএইচ

অনলাইন ডেস্ক

তথ্য কমিশনার পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ