2.3 C
London
January 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে অভিযান শুরু

ডেলিভারি রাইডারদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন আইডব্লিউজিবি বলেছে, ডেলিভারু এবং জাস্ট-ইট এর মতো কোম্পানি যেভাবে মজুরী দেয়, তার কারণেই বিপদজনক গতিতে এবং অনেক সময় মানুষের পায়ে হাঁটার রাস্তায় সাইকেল চালিয়ে ডেলিভারি দিতে যায় এসব রাইডার।

ডেলিভারি রাইডাররা ঘণ্টার হিসাবে মজুরি পায়না, পায় প্রতি ডেলিভারি হিসাবে। ফলে যত বেশী ডেলিভারি দেয়া যায় ততো বেশী উপার্জন সম্ভব। একারণেই বিপদজনক গতিতে অনেক ডেলিভারি রাইডার সাইকেল চালায়। কিন্তু সাইকেল চালাতে গিয়ে আইন ভঙ্গ করা বিপদজনক হতে পারে।

সিটি অফ লন্ডন পুলিশ এখন আইন ভঙ্গকারী ই-বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

দ্রুত গতিতে চালানোর উদ্দেশ্যে ই-বাইক মোডিফাই করা অপরাধ নয়, যদি তা ব্যাক্তি মালিকানাধীন জায়গায় চালানোর জন্য হয়ে থাকে। জনগণের ব্যবহারের রাস্তায় চালানোর জন্য ই-বাইক মোডিফাই করা বৈধ নয়।

জাস্ট ইট, ডেলিভারু এবং উবার-ইটস বিবিসিকে জানিয়েছে, তারা আইন ভঙ্গ করাকে সমর্থন করেনা, উৎসাহিতও করেনা। তারা নিরাপদে সাইকেল চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকে এবং বিপদজনকভাবে সাইকেল চালানোর অভিযোগগুলো তারা তদন্ত করে দেখছে।

এম.কে
০২ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে তোপের মুখে পড়তে যাচ্ছেন এলন মাস্ক

শেষ কয়েকটা মাস ক্যানসারে ভুগেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ

অনলাইন ডেস্ক

লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান