TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে অভিযান শুরু

ডেলিভারি রাইডারদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন আইডব্লিউজিবি বলেছে, ডেলিভারু এবং জাস্ট-ইট এর মতো কোম্পানি যেভাবে মজুরী দেয়, তার কারণেই বিপদজনক গতিতে এবং অনেক সময় মানুষের পায়ে হাঁটার রাস্তায় সাইকেল চালিয়ে ডেলিভারি দিতে যায় এসব রাইডার।

ডেলিভারি রাইডাররা ঘণ্টার হিসাবে মজুরি পায়না, পায় প্রতি ডেলিভারি হিসাবে। ফলে যত বেশী ডেলিভারি দেয়া যায় ততো বেশী উপার্জন সম্ভব। একারণেই বিপদজনক গতিতে অনেক ডেলিভারি রাইডার সাইকেল চালায়। কিন্তু সাইকেল চালাতে গিয়ে আইন ভঙ্গ করা বিপদজনক হতে পারে।

সিটি অফ লন্ডন পুলিশ এখন আইন ভঙ্গকারী ই-বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

দ্রুত গতিতে চালানোর উদ্দেশ্যে ই-বাইক মোডিফাই করা অপরাধ নয়, যদি তা ব্যাক্তি মালিকানাধীন জায়গায় চালানোর জন্য হয়ে থাকে। জনগণের ব্যবহারের রাস্তায় চালানোর জন্য ই-বাইক মোডিফাই করা বৈধ নয়।

জাস্ট ইট, ডেলিভারু এবং উবার-ইটস বিবিসিকে জানিয়েছে, তারা আইন ভঙ্গ করাকে সমর্থন করেনা, উৎসাহিতও করেনা। তারা নিরাপদে সাইকেল চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকে এবং বিপদজনকভাবে সাইকেল চালানোর অভিযোগগুলো তারা তদন্ত করে দেখছে।

এম.কে
০২ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

রাজকীয় দায়িত্ব হারাতে চলেছেন প্রিন্স হ্যারি ও অ্যান্ড্রু!

অনলাইন ডেস্ক

আজ লন্ডনের কিংস ক্রস স্টেশনে জরুরি পরিস্থিতিঃ মুহূর্তের আতঙ্ক, যাত্রীদের দুর্ভোগ

যুক্তরাজ্যে “সিক নোট সংস্কৃতি” বন্ধ করার পরিকল্পনায় ঋষি সুনাক

নিউজ ডেস্ক