15.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে গ্রেপ্তারের রেকর্ড ভাঙার আশঙ্কা

লন্ডনে শনিবার আয়োজিত হতে যাওয়া প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদ ইতিহাসে সর্ববৃহৎ গণগ্রেপ্তারের ঘটনায় পরিণত হতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা। নাগরিক অধিকার সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিজ জানিয়েছে, ইতিমধ্যেই ১,৫০০ মানুষ এই বিক্ষোভে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে এবং সপ্তাহান্তে আরও কয়েকশ’ জন যোগ দেবে বলে আশা করা হচ্ছে।

১৯৬১ সালে ট্রাফালগার স্কোয়ারে কমিটি অব ১০০–এর পারমাণবিক বিরোধী আন্দোলনে এক দিনে ১,৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আয়োজকদের মতে, এবারকার বিক্ষোভে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হতে পারে। উল্লেখযোগ্যভাবে, ট্রাফালগার স্কোয়ারেই ১৯৯০ সালে পোল ট্যাক্স বিদ্রোহে ৩৩৯ জন গ্রেপ্তার হয়েছিলেন।

৫ জুলাই থেকে কার্যকর হওয়া সন্ত্রাসবাদ দমন আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণার পর এখন পর্যন্ত ১,৬০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ ৬ সেপ্টেম্বর পার্লামেন্ট স্কোয়ারে ৮৯০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৮৫৭ জনকে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার অভিযোগ আনা হয়।

আয়োজকরা অভিযোগ করেছেন, সরকারের এই পদক্ষেপ নাগরিকদের মৌলিক মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকারকে খর্ব করছে। ডিফেন্ড আওয়ার জুরিজ–এর এক মুখপাত্র বলেছেন: “স্টারমার সরকার নিজ দলের সদস্যদের দাবিই উপেক্ষা করছে। জনগণ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান চাইছে, অথচ সরকার অস্ত্র প্রস্তুতকারকদের স্বার্থ রক্ষায় ব্যস্ত।”

সাম্প্রতিক এক ঘটনায় লেবার পার্টির সম্মেলন চলাকালে মার্সিসাইড পুলিশ ৮৩ বছর বয়সী এক বৃদ্ধসহ ৬৬ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে দু’জনকে পরে ছেড়ে দেওয়া হলেও ঘটনা ঘিরে সমালোচনা দানা বাঁধছে। আন্দোলনকারীরা বলছেন, এটি সরকারের জন্য এক নতুন ‘পোল ট্যাক্স মুহূর্ত’ হয়ে দাঁড়িয়েছে।

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জুন মাসে এই নিষিদ্ধকরণ পরিকল্পনা ঘোষণা করেন। এর আগে প্যালেস্টাইন অ্যাকশন আরএএফ ব্রাইজ নর্টনে হামলার দায় স্বীকার করেছিল। কুপারের দাবি, সংগঠনটি বহুদিন ধরে অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

তবে সংগঠনের সহ–প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি ইতিমধ্যেই আদালতে নিষেধাজ্ঞা বাতিলের লড়াই শুরু করেছেন। এদিকে আন্দোলনকারীদের দাবি, সরকারের এই সিদ্ধান্ত অস্ত্র কোম্পানিগুলোর মুনাফা রক্ষার কৌশল মাত্র। তারা অভিযোগ তুলেছে, নিষেধাজ্ঞার কয়েকদিন আগে তৎকালীন পুলিশমন্ত্রী ডায়ানা জনসন ও বীমা কোম্পানি অ্যালিয়ান্জ ইউকে–র মধ্যে বৈঠক হয়েছিল।

যদিও হোম অফিস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, কোনো বেসরকারি প্রতিষ্ঠান এই সিদ্ধান্তে প্রভাব রেখেছে—এমন ধারণা “সম্পূর্ণ মিথ্যা”।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০১ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

ইতিহাসের দীর্ঘতম মন্দার মধ্যে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য

বরিস জনসনকে পার্লামেন্ট থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব

যুক্তরাজ্যে চায়ের বাজারে যোগানের ঘাটতি, নতুন অস্থিরতা