6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে ২৪ ঘণ্টায় ৩ খুন

লন্ডনে পৃথক সহিংসতায় তিনজন নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে ছুরিকাঘাতের পর রবিবার দুজন গুলিবিদ্ধ হন।

 

জানা যায়, পূর্ব লন্ডনের হ্যাভিং-এর ফ্যাটলিং হর্নচার্চ পাবে প্রথমে ২৩ বছর বয়সী একজনকে ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেই রাতে লন্ডনের ইলিং-এর অক্সব্রিজ রোডে স্টার অ্যান্ড স্করপিয়ন পাবের ভিতরেও এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়।

 

ওয়ালথাম ফরেস্টে আট মিনিট পর স্যাম ব্রাউন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। রবিবার রাতে উড গ্রিন-এ অন্য একজনকে গুলি করে হত্যা করা হয়।

 

এসব হত্যাকাণ্ড ২৪ ঘন্টার মাঝে সংঘটিত হয়েছে, কিন্তু এদের মধ্যে কোনো যোগসূত্র নেই।

 

উত্তর লন্ডনের উড গ্রিনে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে৷

 

উড গ্রিন টিউব স্টেশনের কাছে হাই রোডে পুলিশকে ডাকা হয়েছিল, যেখানে তারা ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থল ও এয়ার অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও রাত ১০টায় ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

অন্যদিকে, রবিবার বেলা ১২টা ৩৫ এ পূর্ব লন্ডনের ওয়ালথামস্টোর চেনি রো পার্কে ২৮ বছর বয়সী স্যাম ব্রাউনকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওয়ালথাম ফরেস্ট আক্রমণের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরে তিনি মারা যান।

 

২৬ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

ইউরোপিয়ানরা চলে যাওয়ায় একাকিত্বে এই স্ট্রিবেরি চাষী

প্রায় ১৫ বছর পর বিরোধী শিবিরে যাচ্ছে কনজারভেটিভ পার্টি!

অবাধ ও অসতর্ক যৌনতায় যুক্তরাজ্যে বৃদ্ধি পাচ্ছে যৌনরোগ