10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

শিগগিরই কনকনে শীত ও ভারী তুষারপাত দেখতে পারেন লন্ডনবাসী

আগামী কয়েকদিনের মধ্যে লন্ডনে ভারী তুষারপাত এবং তাপমাত্রা হিমাংকের নিচে নেমে যাবার পূর্বাভাস জানিয়ে সতর্ক করেছে মেট অফিস।

 

যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের বরাত দিয়ে ইভিনিং স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, আর্কটিক থেকে প্রবাহিত ঠাণ্ডা বায়ুর কারণে আগামী ৫-৬ দিনের মধ্যে রাজধানীর তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যেতে পারে।

 

এদিকে আগামী সোমবার (২২ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের সতর্কতা জারি এবং বুধবার (২৪ নভেম্বর) রাত নাগাদ দক্ষিণে ‘কোল্ড ব্লাস্ট’-এর পূর্বাভাস দিয়েছে মেট অফিস।

 

আগামী বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে রাজধানী সর্বোচ্চ ৭ ডি.সে. পৌঁছানোর পাশাপাশি তাপমাত্রা পরের দিনগুলোতে আরও কমতে শুরু করবে।

 

মেট অফিসের কর্মকর্তা গ্রেগ ডিউহার্স্ট বলেছেন, আগামী বৃহস্পতিবার লন্ডনে তাপমাত্রা সর্বোচ্চ ৭ ডিগ্রি হতে পারে এবং ক্রমেই নিচের দিকে নামতে থাকবে। রাতের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি হতে পারে। আমরা তুষারপাত আভাস দেখতে পাচ্ছি। এটি দিনের বেলা ঝিমঝিম এবং বৃষ্টি মিশ্রিত হতে পারে। আর দক্ষিণ দিকে কোল্ড ব্লাস্ট দেখা দিতে পারে।

 

তিনি আরও জানান, রোববার (২০ নভেম্বর) লন্ডনের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। একইসঙ্গে ঠাণ্ডা পড়া শুরু করবে।

 

২০ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

অনিচ্ছাকৃত খুনের দায়ে এক বছরের কারাদণ্ড সিধুর

লটারি জিততে দুই বোনকে হত্যা: ৩৫ বছর কারাদণ্ড কিশোরের

তালেবান সরকার গঠন করলে একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক