15.3 C
London
November 24, 2024
TV3 BANGLA
স্পোর্টস

শেষ টেস্টে সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবেঃ ক্রীড়া উপদেষ্টা

দেশের মাটিতেই জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসানের টেস্ট ফেয়ারওয়েল দেখতে চান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ভূঁইয়া বলেন, ‘এরকম একজন প্লেয়ার, যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি যেহেতু বাংলাদেশেই তার টেস্ট শেষ করতে চাচ্ছেন, সেই ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে।’

একজন খেলোয়াড় হিসেবে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন উপদেষ্টা।

তবে, যেকোনো ধরনের অভিযোগ থাকলে সেটি আইনি বিষয় মন্তব্য করে সে ব্যাপারে আইন মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানান তিনি।

এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১১৯ রানের ছোট পুঁজি জমা করলে বোলারদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ।

প্রতিপক্ষকে তারা ১০৩ রানে থামিয়ে দিতে সক্ষম হয়।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৪ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

আবারও ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন অষ্ট্রেলিয়া

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের তিন ক্রিকেটার

অনলাইন ডেস্ক

চার ম্যাচ নিষিদ্ধ সাকিব আল হাসান