8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সাইবার হামলায় লাইকা মোবাইলের গ্রাহকদের ডাটা চুরি

যুক্তরাজ্যভিত্তিক মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) লাইকা মোবাইল সাইবার হামলার বিষয় নিশ্চিত করেছে। ঘটনার ফলে গ্রাহকদের ব্যক্তিগত ডাটা চুরি হয়েছে। সাইবার আক্রমণে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউক্রেন ও তিউনিশিয়া ব্যতীত বিশ্বব্যাপী লক্ষাধিক ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন। ৩০ সেপ্টেম্বর সাইবার আক্রমণের বিষয়টি শনাক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো বন্ধ করার তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বলে খবরে জানা যায়।

লাইকা মোবাইল সাইবার হামলা তদন্তে নিরাপত্তা বিশেষজ্ঞদের নিযুক্ত করেছে। অফিশিয়াল বিবৃতিতে তারা জানায়, কোম্পানি গ্রাহকদের নিরাপত্তা ও ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো পুনরুদ্ধার প্রতিশ্রুতিবদ্ধ। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এরই মধ্যে সমস্যা সমাধানের কাজ শুরু করেছে।

লাইকা মোবাইল গ্রাহকদের সতর্কমূলক কিছু পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্টের গ্রাহক যেন পাসওয়ার্ডগুলো পুনরায় সেট করেন। পাশাপাশি যারা একাধিক অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করেছে তারা যেন যোগাযোগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে।

সাইবার হামলাটিতে লাইকা মোবাইলের কোম্পানির সার্ভারে থাকা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, নাম, ঠিকানা শনাক্তকারী বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। এছাড়া এ ঘটনার ফলে লাইকা মোবাইলের নম্বর পোর্টিং পরিষেবাটি সাময়িক ব্যাহত হয়েছে। প্রতিষ্ঠানটি সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। লাইকা মোবাইল সাময়িক অসুবিধার জন্য তাদের গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তারা সঙ্গে আরো আশ্বস্ত করেছে ভবিষ্যতে তাদের ডাটা সুরক্ষার বিষয়ে আরো কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেবে।

এম.কে
১০ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

ইউরোপ অভিবাসনপ্রত্যাশীদের উপর বিদ্বেষমূলক আচরণের নিন্দা করলেন পোপ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ডিটেনশন সেন্টারে আশ্রয়প্রার্থীর আত্মহত্যা

মুসলিম সম্প্রদায়ের সাথে সম্পর্কোন্নয়নে কাজ কর‍তে চায় যুক্তরাজ্যের লেবার সরকার