4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্থানীয় ও জাতীয় নির্বাচনে অবস্থান দৃঢ় করতেই অভিবাসীদের রুয়ান্ডায় প্রেরণ

ইংল্যান্ড এবং ওয়েলসে কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে স্থানীয় নির্বাচন৷ তার আগেই প্রথম কোনো আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডায় পাঠানোর খবর জানা গিয়েছে৷ ধারণা করা হচ্ছে, স্থানীয় ও জাতীয় নির্বাচনের আগে সরকার তার অবস্থান দৃঢ় করতে চায়৷ কারণ, স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভরা বিরোধী লেবার পার্টির কাছে ধরাশায়ী হওয়ার ঝুঁকিতে আছে৷

ইংলিশ চ্যানেলে ছোট নৌকা থামানোকে নিজের পাঁচটি অগ্রাধিকারের একটি হিসাবে নিয়েছেন সুনাক৷ তাই ভোটের আগেই তার অভিবাসন নীতি বাস্তবায়ন করে ব্রিটিশ জনগণের মন জয় করতে চান এই রাজনীতিক৷

সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘‘অভিবাসন এবং অর্থনৈতিক উন্নয়ন অংশীদারত্বের অধীনে আমরা এখন রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের পাঠাতে পারব৷’’

তিনি আরো বলেন, রুয়ান্ডার সঙ্গে ‘‘এই চুক্তি যুক্তরাজ্যে যাদের থাকার অনুমতি নেই তাদের একটি নিরাপদ তৃতীয় দেশে স্থানান্তরিত করার অনুমতি দেয়৷ আর সেখানেই তাদের জীবন পুনর্গঠনে সহায়তা দেয়া হবে৷’’

তবে ব্রিটিশ সরকারের এই জোরপূর্বক নির্বাসন পরিকল্পনা জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়েছে৷

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা আশ্রয় প্রার্থীদের মধ্যে পাঁচ হাজার সাতশ জনকে এ বছর রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার৷ ব্রিটিশ সরকারের এই পরিকল্পনায় নীতিগত সম্মতি দিয়েছে রুয়ান্ডাও৷ ২৯ এপ্রিল সরকারের এক নথি থেকে এ তথ্য জানা গেছে৷

চলতি বছর প্রথম চার মাসে ইংলিশ চ্যানেল পেরিয়ে সাত হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী এসেছেন ব্রিটিশ উপকূলে৷ কোনো বছরের প্রথম চার মাসে আসা আশ্রয়প্রার্থীদের হিসাবে এটি রেকর্ড বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

এক কোটি ৩০ লাখ মানুষের দেশ রুয়ান্ডা৷ দাবি করা হয়, আফ্রিকা মহাদেশের সবচেয়ে স্থিতিশীল দেশগুলোর একটি এটি৷ দেশজুড়ে গড়ে তোলা কিছু আধুনিক অবকাঠামোর জন্যও প্রশংসা কুড়িয়েছে রুয়ান্ডা৷

তবে দেশটির শাসনব্যবস্থা নিয়ে আপত্তি জানিয়ে আসছে অধিকার সংস্থাগুলো৷ দেশটিতে ভিন্নমত দমন এবং বাকস্বাধীনতা হরণের জন্য প্রেসিডেন্ট পল কাগামেকে অভিযুক্ত করেছে তারা৷

সূত্রঃ এএফপি, ডিপিএ, রয়টার্স

এম.কে
০২ মে ২০২৪

আরো পড়ুন

অফকমের তদন্তে বাধা দিলে জেল হতে পারে টেক প্রতিষ্ঠানের কর্তাদের

এবার ব্রিটিশ রাজনীতিতে নজর মাস্কের, বিনিয়োগ করবেন ১০ কোটি ডলার

নতুন করে লকডাউনের ইঙ্গিত দেখছেন না বরিস জনসন

অনলাইন ডেস্ক