অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির নাম ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ-২০২৫’। উন্নয়নশীল দেশের যে যে শিক্ষার্থী অর্থনৈতিক বা উপযুক্ত শিক্ষার সুযোগ-সুবিধার অভাবে নিজেদের দেশে অধ্যয়ন করতে পারছেন না, তারা এ স্কলারশিপে অগ্রাধিকার পাবেন। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে।
সুযোগ সুবিধাসমূহ—
কোর্সের মেয়াদ অনুযায়ী স্কলারশিপের মেয়াদ ৩–৪ বছর হয়ে থাকে;
সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে;
জীবনযাত্রার খরচ বাবদ মাসিক উপবৃত্তি মিলবে;
প্রতিবছর বিমানে আসা-যাওয়ার জন্য একবার টিকিট মিলবে।
পুঁজিবাজার নিয়ে মাস্টার্সে পড়াশোনা, জিম্যাট–জিআরই স্কোরে সরাসরি ভর্তি
আবেদনের যোগ্যতা—
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পেতে হবে;
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে হবে;
প্রার্থীকে পড়াশোনা শেষ করার পর নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে হবে;
যে আবেদনকারী কখনো স্নাতক স্তরে পড়াশোনা করেননি অগ্রাধিকার পাবেন তিনি।
অধ্যয়নের বিষয়গুলো—
প্রতœতত্ত্ব ও নৃতত্ত্ব, জৈব রসায়ন, জীববিদ্যা, বায়োমেডিকেল সায়েন্স, রসায়ন, শাস্ত্রীয় প্রতœতত্ত্ব ও প্রাচীন ইতিহাস, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ফিলোসফি, অর্থনীতি ও ব্যবস্থাপনা, ইংরেজি ভাষা ও সাহিত্য, চারুকলা, ভূগোল, ইতিহাস ও রাজনীতি, আইন, পদার্থবিজ্ঞান, গণিত, আধুনিক ভাষা এবং ভাষাবিজ্ঞান, সংগীত ইত্যাদি।
এম.কে
১০ ডিসেম্বর ২০২৪