7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অতিরিক্ত তহবিল ছাড়া ট্রান্সপোর্ট ফর লন্ডন দেউলিয়া হয়ে যেতে পারে: মেয়রের দাবি

সরকার অব্যাহত আর্থিক সহায়তা প্রদানে ব্যর্থ হলে লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ কিছু দিনের মধ্যে দেউলিয়া ঘোষণা করতে পারে।

 

কোভিড-১৯ মহামারি চলাকালীন নেটওয়ার্কে ভ্রমণকারী যাত্রীদের হঠাৎ অভাবের কারণে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) এর আয় মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।

 

গার্ডিয়ানের খবরে বলা হয়, সরকার এই পাবলিক সংস্থাটিকে শক্তিশালী করেছে, যার কার্যক্রম আয় এবং স্বল্প মেয়াদী ফান্ডিংয়ের উপর নির্ভরশীল।

 

এটা বোঝা যাচ্ছে যে শনিবারের বেশিরভাগ সময় ধরে লন্ডনের মেয়র সাদিক খান একটি নতুন চুক্তি সুরক্ষিত করার জন্য আলোচনায় অবরুদ্ধ ছিলেন।

 

মেয়রের একজন মুখপাত্র বলেছেন, “রাজধানীতে গুরুত্বপূর্ণ পরিবহন পরিষেবাগুলো সঠিকভাবে চালু রাখার জন্য চুক্তির মাধ্যমে টিএফএলকে সরকারের দীর্ঘমেয়াদী তহবিল প্রদান করা গুরুত্বপূর্ণ।”

 

তিনি আরও বলেন, “লন্ডনের বাইরে প্রায় ৪৩ হাজার চাকরি টিএফএল-এর বিনিয়োগের উপর নির্ভর করে৷ সরকার যদি টিএফএল-এর চাহিদা পূরণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে যুক্তরাজ্য জুড়ে সাপ্লাই চেইনে প্রভাব ফেলতে পারে, চাকরি ও প্রবৃদ্ধিতে আঘাত হানতে পারে, এমনকি সমগ্র যুক্তরাজ্যে অর্থনৈতিক পুনরুদ্ধারকে আটকে রাখতে পারে।”

 

মুখপাত্র যোগ করেছেন, “কিছু দিনের মধ্যে” সরকারি সহায়তার একটি স্পষ্ট ইঙ্গিত না পাওয়া গেলে, টিএফএল দেউলিয়া হতে পারে।

 

জানা যায়, নেটওয়ার্ক কর্তাদের একটি বিকল্প বিবেচনা করতে হবে যার মধ্যে রয়েছে স্থানীয় সরকার অর্থ আইন ১৯৮৮ এর ধারা ১১৪ এর অধীনে একটি প্রতিবেদন জারি করা, যা কার্যকরভাবে টিএফএলকে দেউলিয়া ঘোষণা করবে।

 

মুখপাত্র বলেছেন, আমরা আশা করি এই আলোচনাগুলো শীঘ্রই সফলভাবে শেষ করা যাবে।

 

২০ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্য হতে অবৈধ অভিবাসী বিতাড়িত করতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান

ব্রিটেনের যে ৮টি এলাকায় বাড়ির দাম সবচেয়ে বেশি বেড়েছে

অনলাইন ডেস্ক

অনলাইন ক্লাসে ধূমপান করে সমালোচিত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক