3.9 C
London
March 31, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অপরাধ কমাতে বন্দির সংখ্যা কমাতে চান স্টারমার

অপরাধ কমানোর প্রচেষ্টা হিসেবে জেলখানায় বন্দির সংখ্যা কমাতে চান যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্টারমার সংবাদ সম্মেলনে জানান, জেল থেকে অনেক বন্দিকে মুক্তি দেওয়া হলেও তারা আবার ফিরে আসছে। এ সরকারের প্রথম কাজ হবে তরুণদের অপরাধ থেকে বের করে নিয়ে আসা।

জেলখানার গাদাগাদির বিষয়ে রাতারাতি সমাধান হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে অনেক বন্দি রয়েছে, কিন্তু যথেষ্ট জেলখানা নেই।’

এদিকে স্টারমার তার মন্ত্রিসভায় জেমস টিম্পসনকে জেলমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। টিম্পসন বছরের শুরুর দিকে চ্যানেল ফোরকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, সরকার শাস্তিতে আসক্ত। কিন্তু জেলখানায় শুধু এক তৃতীয়াংশ বন্দি থাকা উচিত বলে মনে করেন তিনি।

গণমাধ্যমটি জানায়, ১৪ বছর পর ক্ষমতায় এসে লেবার পার্টি প্রথমবারের মতো অফিসে ফেরার পর বন্দিদের সাজা পুনর্বিবেচরার প্রতিশ্রুতি দিয়েছে। আগে থেকেই ব্রিটেনের জেলগুলোর বড় একটি সংকট হচ্ছে জায়গা সংকুলান। বর্তমান সরকার বন্দি কমাতে প্রতিশ্রুতি দিয়েছে, টিম্পসনের নিয়োগ এসব পদক্ষেপের পরিবর্তন আনতে পারবে বলে ধারণা করা যাচ্ছে।

প্রিজন গভর্নরস অ্যাসোসিয়েশন (পিজিএ) গত সপ্তাহে সতর্ক করে জানায়, জেলগুলো কয়েকদিনের মধ্যে ধারণ ক্ষমতা অতিক্রম করবে।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৭ জুলাই ২০২৪

আরো পড়ুন

আর জনসমক্ষে দেখা যাবে না ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে!

কনজারভেটিভ দলের ইশতেহারে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেয়ার ঘোষণা

মার্চ থেকে লন্ডনে গণপরিবহন ভাড়া ৫% বেশি