টানা বৃষ্টিতে আবারও সিলেট নগরের অধিকাংশ এলাকায় জলজট দেখা দিয়েছে। সেই সঙ্গে বাসাবাড়িতে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। জলামগ্ন হয়ে উঠেছে নগরের পথঘাট। শুক্রবার থেকে টানা বৃষ্টির কারণে শনিবার ভোরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টার সিলেটে ৩৫৭ দশমিক ৮ মিলি মিটার বৃষ্টি হয়েছে।
অপরিকল্পিত নগরায়ণের ফলে অসময়ে জলজটের ভোগান্তিতে পড়তে হয়েছে অভিযোগ নগরবাসীর।
সরেজমিন দেখা গেছে, টানা বৃষ্টিতে নগরের উপশহর, যতরপুর, সবুজবাগ, শিবগঞ্জ, মাছিমপুর, মেন্দিবাগ, পাঠানটুলা, চৌহাট্টা, হাওয়াপাড়া, মদিনা মার্কেট, সুবিদ বাজার, জালালাবাদ, লালাদিঘীর পাড়, শিবগঞ্জ, লামাপাড়া, আখালিয়া, রাজারগল্লি, বারুতখানা, যতরপুর, ছড়ারপাড়, তালতলাসহ বেশ কিছু এলাকার সড়ক তলিয়ে যায় ও বাসাবাড়িতে পানি ওঠে।
অনেক এলাকায় সড়কে হাঁটুপানি দেখা গেছে। সড়ক উপচে পানি ঢুকে পড়েছে বাসাবাড়িতে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়ে পানি। ড্রেনের ময়লা-আবর্জনা মিশ্রিত পানি অনেকের বাসা-বাড়িতে ঢুকেছে
নগরের উপশহরের বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, ‘টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তির শেষ নেই। সকালে ঘুম থেকে উঠেই দেখি ঘরের মেঝেতে পানি। সময় যত গড়িয়েছে ময়লা-আবর্জনা মিশ্রিত পানি ঘরের প্রতিটি কক্ষে প্রবেশ করেছে।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, বেশি পরিমাণ বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে। সিটি করপোরেশনের টিম কাজ করছে। কোথাও ময়লা-আবর্জনার জন্য পানি আটকে গেলে তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে।’
সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এম.কে
০৭ অক্টোবর ২০২৩