4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

অপ্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠালো স্পেন

গত মে মাসে মরক্কো থেকে স্পেনে আশ্রয় নেওয়া কয়েকশ অপ্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফেরত পাঠিয়েছে স্পেন৷ সম্প্রতি মরক্কোর সঙ্গে স্পেনের এক চুক্তি সাক্ষরের পর তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়৷

 

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, গত কয়েকদিনে ছোট ছোট দলে বিভক্ত করে ভ্যানগাড়িতে করে সাতশ অপ্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীকে মরক্কোয় ফেরত পাঠানো হয়৷

 

এদিকে অপ্রাপ্তবয়স্কদের মরক্কোয় ফেরত পাঠানোর নিন্দা জানিয়েছে শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেন৷ ফেরত পাঠানোয় শিশুদের অধিকার খর্ব করা হচ্ছে বলে মনে করে সংস্থাটি৷

 

গত মে মাসে প্রায় দশ হাজার অভিবাসনপ্রত্যাশী মরক্কো সংলগ্ন স্পেনের ছিটমহল সিউটায় প্রবেশ করে৷ তাদের মধ্যে প্রায় সাতশ জন অপ্রাপ্তবয়স্ক বলে জানা গেছে৷

 

সিউটায় প্রবেশের পর তাদেরকে আবার মরক্কোয় ফেরত পাঠানো হলেও সেসময় অপ্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীরা সিউটায় থেকে যায়৷

 

গত কয়েকমাস ধরে মরক্কো ও স্পেনের মধ্যে কূটনৈতিক বিতর্ক চলছিল৷ পশ্চিম সাহারার স্বাধীনতা আন্দোলনের নেতা ব্রাহিম গালির স্পেনে চিকিৎসা নেওয়ার বিষয়ে এ বিতর্ক তৈরি হয়৷

 

এমন বিতর্কের পর সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে নজরদারি কমিয়ে দেয় মরক্কো৷ এই ফাঁকে গত মে মাসে এই অভাবাসনপ্রত্যাশীরা সিউটাতে প্রবেশ করে বলে জানা গেছে৷

 

অপ্রাপ্তবয়স্কদের মরক্কোয় ফেরত পাঠানোর বিষয়ে স্পেনের কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি৷

 

১৭ আগস্ট ২০২১
সূত্র: ইনফো মাইগ্রেন্ট

আরো পড়ুন

দুই গবেষকের দাবিতে অমরত্ব প্রত্যাশা

নিউজ ডেস্ক

কোভিডের বুস্টার ডোজ স্থগিতের আহ্বান ডব্লিউএইচওর

যুক্তরাজ্য ও নর্দান আয়ারল্যান্ড ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য বড় মুহূর্তের মুখোমুখি

নিউজ ডেস্ক