21.8 C
London
September 6, 2025
TV3 BANGLA
স্পোর্টস

অভদ্র আচরণে ক্রিকেটপাড়ায় ক্ষোভঃ বুলবুলকে অকথ্য ভাষায় হুমকি দিলেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে ক্রিকেটপাড়া। এর কেন্দ্রে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি প্রকাশ্যে আমিনুল ইসলাম বুলবুলকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার বক্তব্য নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমী ও বিশ্লেষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভদ্রলোক হিসেবে পরিচিত আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে এমন মন্তব্যকে অনেকেই অভদ্রতা ও অশালীন আচরণ হিসেবে দেখছেন। সমালোচকরা বলছেন, ১৭ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে কোনো সুযোগ না পাওয়া বুলবুলকে এভাবে আক্রমণ করা শুধু ব্যক্তিগত অপমানই নয়, বরং ক্রিকেট সংস্কৃতির জন্যও কলঙ্কজনক।

অন্যদিকে, ক্রিকেটে তামিম ইকবাল ও তার পরিবারের বিশেষ সুবিধাভোগী অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার ভাই নাফিস ইকবাল বিসিবির বিভিন্ন সময়ে দায়িত্বে ছিলেন এবং নানা সুযোগ-সুবিধা পেয়েছেন। চাচা আকরাম খান ছিলেন বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে। এ ছাড়া রাজনৈতিক প্রভাবের কারণে তামিম একাধিকবার সুবিধা পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। আলোচিত তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধেই তামিম অবসর ভেঙে আবার খেলায় ফেরেন।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই তামিম ইকবালকে ‘সুবিধাভোগী পরিবারের প্রতিনিধি’ হিসেবে আখ্যা দিচ্ছেন। তারা বলছেন, বুলবুলের মতো একজন ভদ্রলোককে আক্রমণ করে তামিম নিজের ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। অনেকেই মনে করছেন, আসন্ন বিসিবি নির্বাচনে নিজের প্রভাব খাটাতে গিয়েই তিনি এভাবে প্রকাশ্যে বুলবুলকে অপমান করেছেন।

বিশ্লেষকরা বলছেন, জাতীয় দলে অবদান রাখলেও সাম্প্রতিক আচরণে তামিম ইকবাল নিজের ভাবমূর্তিকে বড়ভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। নির্বাচন ঘিরে এ বিতর্ক বিসিবির ভেতরকার রাজনৈতিক বিভাজন ও ক্ষমতার লড়াইকে আরও স্পষ্ট করে তুলছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুব এশিয়া কাপের প্রথম শিরোপার খোঁজে মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপের মাঝেই শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি

আম্পায়ারিং বিষয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ