13.5 C
London
May 17, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অভিবাসন ঠেকাতে টিকটক ইনফ্লুয়েন্সারদের অর্থ দেবে ব্রিটিশ সরকার

অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশ নিরুৎসাহিত করতে টিকটক ইনফ্লুয়েন্সারদের অর্থ দেবে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দপ্তর৷

এ বিষয়ে একটি নথি ‘দ্য টাইমস’ পত্রিকার হাতে এসেছে৷ সেই নথির বরাতে পত্রিকাটি বলছে, অনিয়মিত অভিবাসন ঠেকাতে গেল তিন বছর ধরে আলবেনিয়া, ফ্রান্স ও বেলজিয়ামে প্রচারণা চালিয়েছে ব্রিটিশ সরকার৷

এই প্রচারণা এখন আরো বাড়াতে চান স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি৷ আলবেনিয়া, ইরাক, মিশর ও ভিয়েতনাম ছাড়াও তুরস্ক ও ভারতে তারা গণপ্রচারে নামতে চান৷

প্রচারে স্বরাষ্ট্র দপ্তর জনপ্রিয় তরুণদের যুক্ত করতে চায়৷ যেমন, আলবেনিয়ায় একজন র‍্যাপ সংগীত শিল্পী, দুইজন কমেডিয়ান ও লাইফস্টাইল ব্লগার, টিভি ব্যক্তিত্ব ও পর্যটন নিয়ে লেখেন এমন একজনের শর্টলিস্ট করা হয়েছে৷ নথি অনুযায়ী, এদের প্রত্যেককে পাঁচ হাজার পাউন্ড দেয়া হবে৷

এছাড়া মিশর ও ভিয়েতনামে ইনফ্লুয়েন্সারদের জন্য ১৫ হাজার পাউন্ড বাজেট ধরা হয়েছে৷

তুরস্ক, ইরাক ও ভারতের জন্য এখনও বাজেট চূড়ান্ত না হলেও মোট পৌঁনে ছয় লাখ পাউন্ড বা প্রায় আট কোটি টাকা বাজেট ধরা হয়েছে৷

স্বরাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা স্কাই নিউজকে বলেছেন, মানবপাচারকারীরা সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন৷ সেই সামাজিক মাধ্যমই তারা ব্যবহার করে এর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চালাতে চান৷

সূত্রঃ দ্য টাইমস, স্কাই নিউজ

এম.কে
১৫ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

বাড়ানোর কথা থাকলেও পারিবারিক ডাক্তারের সংখ্যা কমেছে যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক

নতুন ইমিগ্রেশন আইন যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানকে সমস্যায় ফেলতে পারে

এক হাজার ইউক্রেনীয় শরণার্থীর খরচ মেটাবেন ব্রিটিশ ধনকুবের!