8.6 C
London
April 28, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

অভিবাসী দম্পতিদের আলাদা করায় বিচারের মুখে ডেনিশ মন্ত্রী

অভিবাসী দম্পতিদের অবৈধভাবে আলাদা করার অভিযোগে ডেনমার্কের সাবেক এক অভিবাসনমন্ত্রীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে৷ গত মঙ্গলবার (৩১ আগস্ট) দেশটির অভিশংসন আদালতে সাবেক মন্ত্রী ইনগের স্টজবার্গের বিরুদ্ধে আনা এ অভিযোগের বিচার হচ্ছে৷

 

২৬ জন বিচারকের সমন্বয়ে তৈরি এই বিশেষ আদালতে সাধারণত দেশটির সাবেক বা বর্তমান সংসদ সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিচার করা হয়৷ সাবেক মন্ত্রী ইনগের স্টজবার্গ মানবাধিকার বিষয়ক ইউরোপীয় সনদ লঙ্ঘন করেছেন কিনা তা নির্ধারণ করবেন আদালত৷

 

আইনের অধ্যাপক ফ্রেডেরিক ভাগে এই বিষয়ে জানান যে, ডেনমার্কে গত এক শতকেরও বেশি সময়ের মধ্যে মাত্র তিনবার এই আদালত বসেছে৷ ফলে সাবেক অভিবাসনমন্ত্রীর বিরুদ্ধে করা মামলার বিচার শুরু হওয়াকে ‘ঐতিহাসিক’ ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি৷

 

স্টজবার্গ ২০১৬ সালে ২৩টি দম্পতিকে আলাদা হওয়ার নির্দেশ দিয়েছিলেন যেখানে নারীর বয়স আঠারো বছরের কম ছিল, যদিও দম্পতিদের মধ্যে বয়সের ব্যবধানও কম ছিল৷ আলাদা হওয়ার নির্দেশনা দেয়ারক্ষেত্রে তিনি প্রতিটি দম্পতির বিষয়াদি আলাদা আলাদাভাবে যাচাই করা হয়নি৷

 

তিনি এই বিষয়ে সংসদীয় কমিটিকে ‘‘মিথ্যা এবং/বা বিভ্রান্তিকর’’ তথ্য দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে৷ ৪৮ বছর বয়সি সাবেক এই মন্ত্রী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন৷

 

ডেনমার্কে ২০১৫ থেকে ২০১৯ সাল অবধি অভিবাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইনগের স্টজবার্গ৷ অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তি হিসেবে জরিমানা করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

 

৩ সেপ্টেম্বর ২০২১
নিউজ ডেস্ক

 

আরো পড়ুন

মঙ্গলে অভিযানে যাওয়ার চেয়ে টিকায় বিনিয়োগ ভালো: বিল গেটস

নিউজ ডেস্ক

কোন মানুষই অবৈধ নয়​ | 10 March 2021

অনলাইন ডেস্ক

ব্রিটেনে রেস্তোরাঁয় সমাদৃত কাঁঠালের বার্গার!

অনলাইন ডেস্ক