11.6 C
London
December 24, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

অ-ইউরোপীয় অভিবাসীদের ‘সুযোগ-সুবিধা’ সীমিত করতে চায় সুইডেন

ইউরোপের বাইরে থেকে আসা অভিবাসীদের জন্য সরকারি সুযোগ-সুবিধা সীমিত করতে চায় সুইডেন৷ অভিবাসনকে নিরুৎসাহিত করতেই এমন সিদ্ধান্ত নেয়ার কথা ভাবা হচ্ছে বলেও অকপটে জানিয়ে দিয়েছে এই নর্ডিক দেশটি৷

বছর খানেক আগে দেশটি শাসনের ক্ষমতায় পায় প্রধানমন্ত্রী উলফ ক্রিসটারসনের নেতৃত্বাধীন ডানপন্থি সরকার৷ এর পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের দিকেই হাঁটছে দেশটি৷

তবে শরণার্থীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে ইতিবাচক ইতিহাস রয়েছে সুইডেনের৷ ৯০-এর দশকে সংঘাতপূর্ণ দেশ তৎকালীন যুগোস্লাভিয়া, সিরিয়া, আফগানিস্তান, সোমালিয়া, ইরাক এবং ইরানের বিপুল সংখ্যক নাগরিককে আশ্রয় দিয়েছিল এই নর্ডিক দেশটি৷ তবে আশ্রয় দেয়ার পর এসব অভিবাসীদেরকে সুইডিশ সমাজে খাপ খাইয়ে নেয়ার ক্ষেত্রে বেগ পেতে হয়েছে সরকারকে৷

ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় ইকোনোকিম জোনের বাইরের দেশগুলো থেকে ২০১২ সালের পর সাত লাখ ৭০ হাজার অভিবাসী সুইডেনে এসেছেন৷ ক্ষমতাসীন তিন দলীয় জোট এবং তাদের সহযোগী কট্টর ডানপন্থি সুইডেন ডেমোক্র্যাটস (এসডি) নেতাদের কয়েকজন গণমাধ্যমে প্রকাশিত এক মতামতে এ তথ্য জানিয়েছেন৷

তাদের অভিযোগ, এই অভিবাসনের কারণে তাদের দেশে বিভক্তির জন্ম দিয়েছে৷

মতামতে তারা আরো উল্লেখ করেন, অভিবাসীদের অনেকে সামাজিকভাবে বিচ্ছিন্ন ও বেকার, তাদের শিক্ষার ফলও খুব ভালো মানের নয় এবং তাদের মধ্যে সুইডিশ মুল্যবোধ আয়ত্ত্বেও ঘাটতি রয়েছে৷

তারা জানান, স্ক্যান্ডেনেভিয়ার এই দেশগুলো কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে পরিচিত৷ তবে বিদেশি বংশোদ্ভুতদের মধ্যে যারা বেকার এবং রাষ্ট্রীয় ভাতায় জীবিকা নির্বাহ করছেন, তারা আসলে দেশটির সামগ্রিক ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা তৈরি করছেন৷

তবে, নিজেদের পর্যালোচনায় এমন দাবির পক্ষে কোনো পরিসংখ্যান তুলে ধরেননি এই নেতারা৷

এমন অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার অভিবাসন বিষয়ে পরিবর্তন আনতে যাচ্ছে৷ এই পরিবর্তনে অভিবাসীদের সুইডিশ ভাষা শেখার বাধ্যবাধকতা এবং দেশটির উচ্চ যোগ্যতাসম্পন্ন চাকরি পাওয়ার বিধান যুক্ত করা হচ্ছে৷ এ বিষয়ে একটি তদন্ত শুরু করতে যাচ্ছে সরকার৷

তাছাড়া, অভিবাসীরা সরকারের সুযোগ-সুবিধা কতটা পেতে পারেন, তা নির্ধারণ করে দিতে চায় সরকার৷ সরকার বলছে, এর ফলে অভিবাসনপ্রত্যাশীরা একইসঙ্গে একাধিক সুবিধা যেমন, শিশু ভাতা, বাসা ভাড়া, বেকার ভাতা, অসুস্থতা ভাতা এবং মাতৃত্বকালিন/পিতৃত্বকালিন ছুটি পাবেন না৷

সরকারের পক্ষ থেকে আরো বলা হয়েছে, এ ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার আগে তারা এগুলো পাওয়ার যোগ্য কিনা তা যাচাই-বাছাইয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ তবে সেই নির্দিষ্ট সময়ের মেয়াদের বিষয়টি এখনও নির্ধারণ করেনি সুইডিশ সরকার৷

দেশটির পরররাষ্ট্রমন্ত্রী আন্ড্রেস ইগেমেন বলেন, বিস্তারিত না জেনে এই পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন৷ তিনি জানান, বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার আগে অভিবাসীদের যোগ্যতার বিষয়টি এরইমধ্যে আইনে যুক্ত করা আছে৷

এম.কে
২৪ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

‘গ্রেট স্কলারশিপ’ নিয়ে যুক্তরাজ্যে পড়ার সুযোগ

অনলাইন ডেস্ক

ইতালির উপকূল থেকে ৫৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

অনলাইন ডেস্ক

মর্গেজের জন্য ব্যাংক স্টেটমেন্ট